ইরানে হস্তক্ষেপে প্রস্তুত থাকুন, ট্রাম্পকে রেজা পাহলভি

ইরানে চলমান ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক শেষ শাহের পুত্র ও নির্বাসিত অবস্থায় থাকা রেজা পাহলভি। শুক্রবার (০৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি ট্রাম্পের উদ্দেশে “জরুরি ও তাৎক্ষণিক” সহায়তা এবং পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।

রেজা পাহলভি লিখেন, ‘বর্তমানে ইরানে ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে এবং বিক্ষোভকারীরা সরাসরি গুলির মুখে পড়ছেন। মি. প্রেসিডেন্ট, এটি আপনার দৃষ্টি, সমর্থন ও পদক্ষেপের জন্য একটি জরুরি ও তাৎক্ষণিক আহ্বান। গত রাতে আপনি দেখেছেন, লাখ লাখ সাহসী ইরানি মানুষ রাস্তায় নেমে জীবন্ত গুলির মুখোমুখি হয়েছেন। আজ তারা শুধু গুলির মুখে নয়, বরং সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতার মুখে। কোনো ইন্টারনেট নেই। কোনো ল্যান্ডলাইন নেই।’

তিনি আরও অভিযোগ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি জনগণের হাতে তার শাসনব্যবস্থার পতনের আশঙ্কায় কঠোর দমন-পীড়নের হুমকি দিয়েছেন। রেজা পাহলভি বলেন, ‘আলী খামেনেয়ি জনগণের হাতে তার অপরাধী শাসনের অবসান এবং বিক্ষোভকারীদের সমর্থনে আপনার শক্তিশালী প্রতিশ্রুতির ভয়ে রাস্তায় থাকা মানুষদের বিরুদ্ধে নির্মম দমন-পীড়নের হুমকি দিয়েছেন। এই যোগাযোগ বিচ্ছিন্নতার সুযোগে তিনি তরুণ এই বীরদের হত্যা করতে চান।’

নির্বাসিত এই যুবরাজ বলেন, খুব শিগগিরই আবার মানুষ রাস্তায় নামবে এবং পরিস্থিতি অত্যন্ত সময় সংবেদনশীল। তিনি জানান, জনগণকে স্বাধীনতার জন্য লড়াই করতে এবং সংখ্যার জোরে নিরাপত্তা বাহিনীকে পরাস্ত করতে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘গত রাতে তারা সেটাই করেছে। এই অপরাধী শাসনের বিরুদ্ধে আপনার হুঁশিয়ারি দমনকারীদের কিছুটা পিছু হটতে বাধ্য করেছে। কিন্তু সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক ঘণ্টার মধ্যেই মানুষ আবার রাস্তায় নামবে। আমি আপনাকে সহায়তার জন্য অনুরোধ করছি।’

রেজা পাহলভি ট্রাম্পকে শান্তিপ্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ নেতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘আপনি প্রমাণ করেছেন এবং আমি জানি আপনি শান্তিপ্রিয় ও এক কথার মানুষ। অনুগ্রহ করে ইরানের জনগণকে সহায়তা করতে হস্তক্ষেপে প্রস্তুত থাকুন।’

প্রসঙ্গত, ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। দুটি মানবাধিকার গোষ্ঠী জানিয়েছে, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৪৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য নিহতেরও খবর পাওয়া গেছে।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারার ফেসবুকে স্ট্যাটাস Jan 10, 2026
img
যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে: ফারুক Jan 10, 2026
img
সৌদি আরবে পৌঁছেছেন এমবাপে, এল ক্লাসিকো কি খেলবেন? Jan 10, 2026
img
সারাদেশে তাপমাত্রা নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা Jan 10, 2026
img
প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির ৪ জন Jan 10, 2026
img
প্রার্থিতা ফিরে পেলেন টাঙ্গাইল-১ আসনের মোহাম্মদ আলী Jan 10, 2026
img
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা Jan 10, 2026
img
ব্যবসায় হৃতিকের বার্ষিক আয় কত? Jan 10, 2026
img
নির্বাচনকে বানচালে হীন প্রচেষ্টা চলছে: জয়নুল আবদীন Jan 10, 2026
img
জন্মদিন এলেই কেন হাসপাতালে যান আফসানা মিমি‍? Jan 10, 2026
img
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে আজ Jan 10, 2026
img
চেহারায় কিন্তু খেলা হয় না, খেলা হয় মাঠে: মোহাম্মদ রফিক Jan 10, 2026
img
কিংবদন্তি পাকিস্তানি শিল্পী আবিদা পারভীনের মৃত্যু নিয়ে মুখ খুললেন পরিবার Jan 10, 2026
img
ডিজিটালি তারেক রহমান যেসব কথা বলেছেন, জাতি আশান্বিত হয়েছে : মির্জা ফখরুল Jan 10, 2026
img
নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন অঙ্কুশ! Jan 10, 2026
img
কুমির কাণ্ডের পর প্রভাসের ভক্তদের নতুন তাণ্ডব! Jan 10, 2026
img
৪২৭ কোটি টাকায় দলবদল, দক্ষিণ আমেরিকান ফুটবলে গার্সন সান্তোসের ইতিহাস Jan 10, 2026
img
প্রথম দিনেই ১০০ কোটি রুপি অতিক্রম করেছে প্রভাসের ‘দ্য রাজা সাব’ Jan 10, 2026
img
জামায়াত নেতা হামিদুর আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা Jan 10, 2026
img
তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে: মির্জা ফখরুল Jan 10, 2026