অঙ্কুশ হাজরা, যিনি একাধারে নায়ক ও প্রযোজক, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর প্রচারের সময় খুল্লমখুল্লা সব প্রশ্নের উত্তর দিয়েছেন। ছবির প্রচার শেষ করেছেন দার্জিলিংসহ জেলার বিভিন্ন প্রান্তে। তবে মুক্তির আগের দিন নবীনা সিনেমার সামনে ৩০ ফুটের কাট আউট নষ্ট হওয়ার ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সমাজমাধ্যমে ভিডিও শেয়ার করেছেন।
অঙ্কুশের কথায়, ছবিটি ফ্যামিলি ওরিয়েন্টেড এবং সিচুয়েশনাল কমেডি যুক্ত। তিনি জানিয়েছেন, জেলা পর্যায়ের দর্শককে জাগিয়ে তুলতেই বিশেষ প্রচেষ্টা চালিয়েছেন। ছবির টিভি-স্যাটেলাইট রাইটস ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে, যা কনসেপ্টের মানের কারণে সম্ভব হয়েছে।
প্রযোজক হিসেবে তিনি বর্তমান ইন্ডাস্ট্রির প্রবণতা নিয়ে সতর্ক। তিনি বলেন, লাইক, রিভিউ বা বুকিং ক্রয় করে নিজের মূল্য বোঝা যায় না। দর্শককে ছবির সঙ্গে মেলাতে পাবে এমন উত্তেজনা তৈরি করাই তার মূল লক্ষ্য। অঙ্কুশ মনে করেন, নিজের মেরিট যাচাই করতে হলে কোনও ধরণের আর্থিক প্রভাব বা প্রমোশন নির্ভর করতে হবে না।
বিয়ে নিয়ে প্রশ্নে অঙ্কুশ সাফ জানিয়েছেন, ইন্ডাস্ট্রিই এখনও সেটেল হয়নি, তাই নিজে কীভাবে সেটেল হবেন তা ভাবার সময় এখন নেই। চলচ্চিত্র ও ক্যারিয়ারের প্রতি তার মনোযোগ এখনও মূল।
পিআর/টিএ