স্প্যানিশ সুপার কাপে সেমি-ফাইনালের পুরোটা সময় বেঞ্চে বসে থাকা রবের্ত লেভানদোভস্কির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ক্রমেই বাড়ছে। তবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক মনে করছেন, এ নিয়ে মন্তব্য করার সময় এখনও হয়নি।
আথলেতিক বিলবাওকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচে খেলার সুযোগ পাননি লেভানদোভস্কি। আপাতত স্ট্রাইকার হিসেবে খেলছেন ফেররান তরেস। ভালোও করছেন তিনি।
চোট বেশ ভোগাচ্ছে লেভানদোভস্কিকে, আগের সেই চেনা ছন্দও নেই এখন। তবে এখনও বার্সেলোনার জন্য তাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ফ্লিক। “তাকে নিয়ে আমি খুবই খুশি। সে ভালো খেলছে, অনুশীলনে কঠোর পরিশ্রম করছে এবং গোল করছে। আমাদের দুই জন খেলোয়াড় আছে, যারা এই পজিশনে খেলতে পারে।”
“তার মান নিয়ে আমি সন্তুষ্ট। আমি বলছি না, সে দল ছাড়তে যাচ্ছে। এটা আমি কেন বলব? আমাদের হাতে সময় আছে, আমরা দেখব কি ঘটে। মৌসুম শেষে আমরা সিদ্ধান্ত নেব।”
ফাইনালে যাওয়ার লড়াইয়ে শুরুর একাদশে ছিলেন না তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ৭২তম মিনিটে মাঠে নামেন তিনি। তার কোনো ধরনের চোট থাকার শঙ্কা উড়িয়ে দিলেন বার্সেলোনা কোচ।
“গত দুই দিন সে ভালো অনুভব করছিল না। গতকাল কিছুটা চিকিৎসাও নেয় সে এরপর ভালো অনুভব করে। সবশেষ দুই সেশনে সে অনুশীলন করতে পারেনি, যে কারণে সে বদলি হিসেবে নেমেছিল। এটা কোনো চোটের জন্য, পেটের পীড়ার জন্য। সে ভালো অনুভব করছিল না।”
এমআর/এসএন