প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ পীর-আউলিয়ার দেশ, পীর-আউলিয়াদের হাত ধরেই এই দেশে ইসলামের বিস্তার ঘটেছে; অথচ বিভিন্ন অজুহাতে কেউ কেউ বিভিন্ন অজুহাতে মাজারে হামলা চালাচ্ছে, যা মোটেও কাম্য নয়। এসব হামলা নিন্দনীয়।
আজ ৯ জানুয়ারি শুক্রবার সকালে ময়মনসিংহ শহরের জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং থানার ঘাট এলাকায় গত বছর ভাঙচুরের শিকার হওয়া হযরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের। এখানে সবাই একত্রে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই প্রত্যাশা। আগের তুলনায় পুলিশের মনোবল বেড়েছে এবং মাজারগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছে।
আরআই/টিকে