জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রিসাইডিং অফিসার দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। কিন্তু প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। নির্বাচনে শৃঙ্খলা লঙ্ঘনের ঘটনা ঘটছে।
শুক্রবার (৯ জানুয়ারি) আজাদীর যাত্রার অংশ হিসেবে রাজধানীর শাহজাহানপুর আমতলা জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই অভিযোগ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। জনগণকে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে। ভোটকেন্দ্র দখলের আশঙ্কা করছি। ইনসাফের লড়াইয়ে আমরা নেমেছি, যার সূচনা করেছিলেন ওসমান হাদি। ঢাকা-৮ আসনে হাদি ভাই যে পথ দেখিয়েছেন, আমরা সেই পথেই চলব। প্রকাশ্যে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি।
চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিরোধ গড়া আর সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচনের আগে আমাদের দুটি প্রধান দাবি ছিল—বিচার ও সংস্কার। এছাড়া শেখ হাসিনার বিচারের জন্য তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে, তেল ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর আহ্বান জানাই।
কেএন/টিকে