চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে আটক করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক ২ জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু হবে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত দুটি পৃথক কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারকুজ্জামান তারিক- উজ- জামান জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় চুয়াডাঙ্গায়। দুটি কেন্দ্রে দুইজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করার অভিযোগে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক করে। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী আশিকুর রহমান নকল এমসিকিউ শিট নিয়ে প্রবেশ করে।
বিষয়টি দায়িত্বরত কক্ষ পরিদর্শক বুঝতে পেরে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আটক শিক্ষার্থীর রোল নম্বর ৬৬১৪১৪৮। তিনি দর্শনা সদাবরী গ্রামের ফজলুর রহমানের ছেলে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে উম্মে রুমানা খানম অনিমা নামের পরীক্ষার্থী কেন্দ্রে স্মার্ট ওয়াচ নিয়ে ঢোকেন। এ ঘটনায় তাকে আটক করা হয়। তার রোল নম্বর নম্বর ৬৬১১৯৬৪। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে। মামলা প্রক্রিয়াধীন।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চুয়াডাঙ্গায় দশটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। মোট পরীক্ষার্থী ছিলেন ৮৫৪৯ জন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৭৩৭ জন।
টিজে/টিকে