নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই গাজা, সুদান এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের যুদ্ধে ক্ষতিগ্রস্ত মেয়েদের জন্য ৩০০,০০০ ডলার অনুদান ঘোষণা করে নতুন বছর শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মালালা এন্ড মালালা ফান্ড পেজে প্রকাশিত এক পোস্টের বরাত দিয়ে ডন এ সংবাদ দেয়।
প্রতিটি সংঘাতপূর্ণ অঞ্চলে স্থলভাগে কাজ করছে, মেয়েশিশু এবং মহিলাদের জন্য জরুরি ত্রাণ এবং শিক্ষা প্রদানের জন্য কাজ করবে।
মালালা বিশ্ব নেতাদের তীব্র সমালোচনা করে বলেন, ‘এই মেয়েরা প্রতিদিন যে সাহস দেখায় তাদের খোঁজ নিন এবং তাদের শিক্ষার অধিকার রক্ষায় পদক্ষেপ নিন।’
তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলির তীব্র সমালোচনা করে বলেন, তাদেরকে ‘আন্তর্জাতিক আইন সমুন্নত রাখুন এবং শিশুদের নিরাপত্তা ও শিক্ষার অধিকার সমুন্নত রাখুন’।
গাজার তাওয়ান সেবা সংস্থা (Taawon Welfare Association) নামে একটি সংগঠনের মাধ্যমে মালালার তহবিল পাঠানোর হবে। সুদানে ওই দেশের নারীদের দ্বারা পরিচালিত কল্যাণ সংস্থা ‘মিউচুয়াল এইড সুদান কোয়ালিশন’ সহায়তা পাবে। কঙ্গোতে পাঞ্জি হাসপাতাল এবং ফাউন্ডেশন মালালা তহবিল থেকে অনুদান পাবে।
সূত্র: ডন
আরআই/টিকে