চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটক পরীক্ষার্থী।
শুক্রবার (০৯ জানুয়ারি) পরীক্ষা চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষ (নং-২০৫) থেকে তাকে আটক করে পুলিশের দেন দায়িত্বরত শিক্ষকরা।
সন্ধ্যায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই পরীক্ষার্থীর নাম রোকসানা খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগরের আব্দুর রাজ্জাকের মেয়ে।
এবিষয়ে ওসি জানান, সন্ধ্যায় দিকে পরীক্ষা কেন্দ্রের নিয়ন্ত্রকসহ অন্যদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রোকসানাকে কেন্দ্র থেকে আটক করে নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ- তিনি পরীক্ষা কেন্দ্রে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করছিলেন। ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এসকে/টিকে