এই সপ্তাহে প্রকাশিত একটি আদালতের রায় অনুযায়ী, নেদারল্যান্ডসের এক দম্পতির বিবাহ বাতিল করা হয়েছে। কারণ, বিয়ের অনুষ্ঠান পরিচালনাকারী ব্যক্তি চ্যাটজিপিটি দিয়ে তৈরি একটি বক্তৃতা ব্যবহার করেছিলেন, যা কৌতুকপূর্ণ করার উদ্দেশ্যে করা হলেও বিয়ের আইনি প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়েছিল।
নেদারল্যান্ডসের জভোলে শহরের ওই দম্পতির নাম গোপনীয়তা আইনের কারণে ৫ জানুয়ারির রায়ে প্রকাশ করা হয়নি। তারা যুক্তি দেন, শপথের সময় সঠিক শব্দ ব্যবহার করা হয়েছে কি না- তা নির্বিশেষে তাদের বিয়ের ইচ্ছা ছিল।
রায় অনুযায়ী, গত ১৯ এপ্রিল অনুষ্ঠানের পরিচালনাকারী জানতে চান, তারা কি ‘জীবন কঠিন হয়ে উঠলেও একে অপরকে সমর্থন, খুনসুটি এবং আলিঙ্গন করে যেতে’ রাজি আছেন কি না।
দুজনেই ‘আমি রাজি’ বলেন এবং পরিচালনাকারী ঘোষণা দেন- তারা ‘শুধু স্বামী-স্ত্রী নন বরং সর্বোপরি একটি দল, এক পাগলাটে জুটি, একে অপরের ভালোবাসা ও আশ্রয়’।
তবে বিচারকের মতে, তারা বাস্তবে দাম্পত্য দায়িত্ব পালনের শপথ নেননি—যা ডাচ আইনে আবশ্যক।
রায়ে বলা হয়, ‘বিয়ের সনদে উল্লেখিত তারিখটি নারী ও পুরুষের কাছে গুরুত্বপূর্ণ—এটা আদালত বোঝে; তবে আইন যা বলে, তা উপেক্ষা করা যায় না।’
এর পর আদালত বিয়েটি জভোলের সিটি রেজিস্ট্রি থেকে অপসারণের নির্দেশ দেয়।
এসকে/টিকে