বগুড়ায় দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে। বহিষ্কৃত রেজাউল করিম লাবু বগুড়া জেলা যুবদলের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ অনুমোদন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সাংগঠনিক স্বার্থে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতা রেজাউল করিম লাবুর কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। এ ছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাকে এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং আদর্শিক অবস্থান সুদৃঢ় রাখতে ভবিষ্যতেও এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
এসএস/টিএ