আমেরিকার গ্রিনল্যান্ডের ‘মালিকানা’ থাকা উচিত : ট্রাম্প

রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের `মালিকানা' নেওয়া প্রয়োজন বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশগুলোর মালিকানা থাকতে হয় এবং মালিকানাই রক্ষা করা হয়- লিজ নয়। আমাদের গ্রিনল্যান্ড রক্ষা করতে হবে।’

তিনি আরো যোগ করে বলেন, বিষয়টি সহজ উপায়ে অথবা কঠিন উপায়ে করা হতে পারে।

হোয়াইট হাউস সম্প্রতি জানিয়েছে, ন্যাটোভুক্ত ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার বিষয়টি প্রশাসন বিবেচনা করছে। প্রয়োজনে শক্তি প্রয়োগের বিকল্পও নাকচ করা হচ্ছে না। ডেনমার্ক ও গ্রিনল্যান্ড স্পষ্টভাবে জানিয়েছে, অঞ্চলটি বিক্রির জন্য নয়। ডেনমার্ক সতর্ক করে বলেছে, সামরিক পদক্ষেপ নিলে তা ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোটের অবসান ডেকে আনতে পারে।

শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে ট্রাম্পের সামরিক পদক্ষেপের পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ নতুন করে দেখা দেয়।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম মেয়াদে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন, যা তখন প্রত্যাখ্যাত হয়। আগামী সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ডেনমার্কের সঙ্গে আলোচনা করবেন। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনে বরফ গলতে থাকায় গ্রিনল্যান্ডের প্রাকৃতিক সম্পদ যেমন, দুষ্প্রাপ্য খনিজ, ইউরেনিয়াম ও লোহা নিয়ে আগ্রহ বেড়েছে।

বিজ্ঞানীদের মতে, সেখানে উল্লেখযোগ্য তেল ও গ্যাসের মজুতও থাকতে পারে।

শুক্রবার রাতে যৌথ বিবৃতিতে গ্রিনল্যান্ডের বিভিন্ন দলের নেতারা বলেন, ‘আমাদের দেশের প্রতি যুক্তরাষ্ট্রের অবজ্ঞা বন্ধ হোক।’ তারা বলেন, ‘আমরা আমেরিকান বা ডেনিশ হতে চাই না-আমরা গ্রিনল্যান্ডার হতে চাই। গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডের জনগণই নির্ধারণ করবে।’

বিশ্বের সবচেয়ে কম জনবসতিপূর্ণ অঞ্চলগুলোর একটি হলেও উত্তর আমেরিকা ও আর্কটিকের মাঝামাঝি অবস্থানের কারণে গ্রিনল্যান্ড ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা এবং আঞ্চলিক নৌযান পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ।

ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ- যদিও তিনি কোনো প্রমাণ ছাড়াই বলেছেন, অঞ্চলটি রাশিয়া ও চীনের জাহাজে ভরে গেছে।

বর্তমানে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিমে পিটুফিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ১০০-এর বেশি সামরিক সদস্য স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র এই ঘাঁটি পরিচালনা করছে। ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র প্রয়োজনে আরো সেনা মোতায়েন করতে পারে। তবে ট্রাম্পের মতে, লিজ চুক্তি যথেষ্ট নয়। তিনি বলেন, ‘দেশগুলো নয় বছর বা এমনকি ১০০ বছরের চুক্তি করে না- মালিকানা থাকতে হয়।’

চীন ও রাশিয়ার জনগণের প্রতি ভালোবাসার কথা বললেও ট্রাম্প বলেন, ‘গ্রিনল্যান্ডে তাদের প্রতিবেশী হিসেবে চাই না- তা হবে না।’ তিনি যোগ করেন, ন্যাটোকেও বিষয়টি বুঝতে হবে। এদিকে ডেনমার্কের ন্যাটো মিত্ররা ডেনমার্কের পক্ষে অবস্থান নিয়ে জানিয়েছে, ‘ডেনমার্ক ও গ্রিনল্যান্ড ছাড়া অন্য কেউ তাদের সম্পর্ক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না।’

সূত্র : বিবিসি

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পরিচালক চাষী নজরুল ইসলামের ১১ তম প্রয়াণ দিবস আজ Jan 11, 2026
img
সুনামগঞ্জে এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি! Jan 11, 2026
img
ক্ষমতা জনগণের দিকে রাখতে চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে : রিজওয়ানা Jan 11, 2026
img
এফএ কাপে শেল্টেনহামকে হারিয়ে চতুর্থ রাউন্ডে হামজার লেস্টার সিটি Jan 11, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক Jan 11, 2026
img
কাঠগড়ায় বসে নিজের কথপোকথন শুনলেন পলক Jan 11, 2026
img
দীপিকার কণ্ঠস্বর কানে লাগত ফারাহ খানের! Jan 11, 2026
img
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত Jan 11, 2026
img
নেইমারের চোখে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার আর্দা গুলের Jan 11, 2026
img
সিরিয়ার আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারা Jan 11, 2026
img
জেন-জির নকল বিয়ের ট্রেন্ড, বর-কনে নেই, তবু বিয়ের হল ভরা আনন্দে Jan 11, 2026
img
রানি মুখার্জিকে নিয়ে বহুল প্রতীক্ষিত ‘মারদানি ৩’- এর মুক্তির তারিখ ঘোষণা Jan 11, 2026
img

পিরোজপুর-২

গণঅধিকার পরিষদের মুন্নার মনোনয়নপত্র জমা নিতে নির্দেশ হাইকোর্টের Jan 11, 2026
img
প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে: জাতীয় পার্টির মহাসচিব Jan 11, 2026
img
ফরিদপুরে যুবলীগ নেতা মনির গ্রেপ্তার Jan 11, 2026
img
রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ Jan 11, 2026
img
মা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী Jan 11, 2026
img
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী মোবিন Jan 11, 2026
img
টেকনাফে এক জালেই ধরা পড়লো ১০৬ মণ মাছ, বিক্রি ৯ লাখ টাকায় Jan 11, 2026
img

হাইকোর্টের রুল

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় Jan 11, 2026