সুনামগঞ্জের একটি মাদ্রাসায় দান করা এক জোড়া লাউ নিলামে ১৮ হাজার টাকা বিক্রি হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) ভোরে দিরাই উপজেলার পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসা নিলাম অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য একে কুদরত পাশা জানান, মাদ্রাসার বার্ষিক ওয়াজ উপলক্ষে শুক্রবার রাতে কাইমা গ্রামের আব্দুল লতিফ এক জোড়া লাউ মাদ্রাসায় দান করেন। শনিবার ভোরে লাউ দুটি নিলামে তোলে মাদ্রাসা কর্তৃপক্ষ। নিলামে গ্রহণকারীরা পালাক্রমে লাইয়ের দাম বাড়াতে থাকেন। এক পর্যায়ে ১৮ হাজার ২০ টাকায় দিয়ে লাউ দুটি কিনে নেন কাইমা গ্রামের জনৈক ব্যক্তি। ধর্মীয় কারণে নিজের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন তিনি।
পঞ্চগ্রাম হাফিজিয়া কাইমা মাদ্রাসার মুহতামিম মাওলানা নুর উদ্দিন জানান, লাউ বিক্রি থেকে যেটা টাকা এসেছে সেই টাকা মাদ্রাসার উন্নয়নে ব্যয় করা হবে।
আরআই/টিকে