কলম্বিয়ার মধ্য-পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী ইয়েসন জিমেনেজসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। স্থানীয় সময় শনিবার (১০ জানুয়ারি) বোয়াকা প্রদেশের পাইপা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কলম্বিয়া ওয়ানের প্রতিবেদন অনুযায়ী, একটি ব্যক্তিগত বিমানে করে মেডেলিনে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে।
সেখান থেকে রবিবার (১১ জানুয়ারি) রাতে মারিনিলায় একটি সংগীতানুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল ইয়েসন জিমেনেজের।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, পাইপা ও ডুইতামা এলাকার মধ্যবর্তী স্থানে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটি রানওয়ের শেষ প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে ছোট বিমানটিকে রানওয়েতে ট্যাক্সি করতে দেখা যায়।
দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি দুর্ঘটনা তদন্ত অধিদপ্তর ইতিমধ্যেই প্রমাণ সংগ্রহসহ আনুষ্ঠানিক তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।
ইয়েসন জিমেনেজের আকস্মিক মৃত্যুতে কলম্বিয়ার সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা শ্রদ্ধা ও শোক বার্তা জানাচ্ছেন।
সূত্র : পিপল ডট কম
এমআই/টিএ