জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আমি আমৃত্যু আপনাদের পাশে থেকে রাজনীতি করতে এসেছি। জনগণের অধিকার, দাবি ও সমস্যা নিয়ে ইনশাআল্লাহ শেষ দিন পর্যন্ত লড়াই করে যাব।

রোববার (১১ জানুয়ারি) রাজধানী ৪৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ অঙ্গীকার করেন।

ইশরাক বলেন, নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধারের পথচলা শুরু হয়েছে এবং সেই আন্দোলনে জনগণকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, ঢাকা-৬ আসনে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট ভয়াবহ রূপ ধারণ করেছে। মা-বোনেরা রান্না করতে পারছেন না, শিশুদের খাবার প্রস্তুত করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। তিনি ইতোমধ্যে তিতাস গ্যাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের একটি টেকনিক্যাল টিম এলাকায় সার্ভে করে বিস্তারিত প্রতিবেদন দিয়েছে। সেখানে দেখা গেছে জাতীয় পর্যায়ে গ্যাসের ঘাটতি, পুরোনো পাইপলাইন, বিপুল পরিমাণ অবৈধ সংযোগ এই তিনটি কারণে বৈধ গ্রাহকরা ঠিকমতো গ্যাস পাচ্ছেন না।

ইশরাক হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে আমি এখন সরাসরি কিছু করতে পারছি না। তবে ফোনে যতটুকু সম্ভব সমাধান এগিয়ে নিচ্ছি। নির্বাচনের পর প্রতিটি গলি, প্রতিটি পাইপলাইন আমি নিজে দাঁড়িয়ে ইঞ্জিনিয়ার এনে ঠিক করে দেবো ইনশাআল্লাহ।

যানজট, বায়ুদূষণ ও জলাবদ্ধতার বিরুদ্ধে সমন্বিত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের যানজট শুধু সময় নষ্ট করে না, বরং বায়ুদূষণ বাড়িয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ফলে রোগী বাড়ছে, স্বাস্থ্যখাতের ওপর চাপ পড়ছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন পুরোনো ও অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা অপরিকল্পিত উঁচু ভবন অপর্যাপ্ত রাস্তা এসবের কারণেই একটু বৃষ্টিতেই রাস্তাঘাট পানিতে ডুবে যায়। বিএনপির পরিকল্পনায় ঢাকা-৬ এলাকায় নতুন ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

আইনশৃঙ্খলা ও মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করে ইশরাক হোসেন বলেন, আমরা সরকার গঠন করতে পারলে প্রথম অগ্রাধিকার হবে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। ধনী-গরিব, নারী-পুরুষ, হিন্দু-মুসলমান- সবাই যেন নিরাপদ বোধ করে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকার পরিকল্পিতভাবে মাদককে সমাজে ছড়িয়ে দিয়েছে এবং মাদক ব্যবসায়ীদের সংসদ সদস্য পর্যন্ত বানানো হয়েছে।

বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ঘোষণা দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। রাষ্ট্রপতি থেকে শুরু করে সবচেয়ে দরিদ্র নাগরিক পর্যন্ত সবাই সমান মানের প্রাথমিক চিকিৎসা সেবা পাবে- এটাই আমাদের প্রতিশ্রুতি।

এ সময় শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ বা খেলার জায়গা গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, এই এলাকার মাঠটি আমরা খুব দ্রুত সংস্কার করে দেবো। এটা বড় কোনো বিষয় না- আমি কথা দিচ্ছি।

জনগণের জবাবদিহিতায় থাকার অঙ্গীকার করে ইশরাক হোসেন বলেন, বিএনপি একমাত্র দল যারা শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, যানজট ও নাগরিক সেবার জন্য সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক পরিকল্পনা দিয়েছে।

তিনি বলেন, আমি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। অতীতেও করেছি, আগামীতেও করব। আপনারাই আমাকে জবাবদিহিতার মধ্যে রাখবেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন টিপু, সদস্য মো. আক্তার হোসেন, সুত্রাপুর থানার আহবায়ক আজিজুল ইসলাম আজিজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন মোল্লা, ৪৪ নং ওয়ার্ড সভাপতি তারেক আহমেদ জন, সাধারণ সম্পাদক মো. হাসান খান প্রদীপ, পঞ্চায়েত কমিটি সভাপতি মো. তমিজউদ্দিন,নূর মসজিদ কামাটির সভাপতি মো. শুক্কুর, ইমাম জয়নাল আবেদীন, পঞ্চায়েত কমিটি-ক্যাশিয়ার রজ্জব আলী, সেলিনা বেগমসহ প্রমুখ।

টিজে/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট Jan 12, 2026
img
আসেন ওস্তাদ, আসেন: ছেলেকে উদ্দেশ্য করে মোহাম্মাদ নবি Jan 12, 2026
img

স্প্যানিশ সুপার কাপ

রোমাঞ্চকর এল ক্লাসিকোতে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বার্সেলোনা Jan 12, 2026
img

এফএ কাপ

ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরে বিদায় ম্যানইউর Jan 12, 2026
img
শেষ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়ে ১৩ বছরের অপেক্ষার অবসান শ্রীলঙ্কার Jan 12, 2026
img
নির্বাচন ও গণভোটের বার্তা নিয়ে কুমিল্লা-৫ আসনে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ Jan 12, 2026
img
ফের মাগুরা উপনির্বাচনের ভুল কেউ করবে বলে মনে হয় না : রুমিন ফারহানা Jan 12, 2026
img
ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানি পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা Jan 12, 2026
img
আবারও পেছাল ব্রাকসু নির্বাচন Jan 12, 2026
img
ফাঁস হলো স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার ডিজাইন: থাকছে বড় পরিবর্তন ও নতুন লুক Jan 12, 2026
img
বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান Jan 12, 2026
img
প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতির ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ Jan 12, 2026
img
ছোট ভাই জন রুনির সাফল্যে আবেগাপ্লুত রুনি Jan 12, 2026
img
কৃতীর বোনের জমকালো বিয়ের অনুষ্ঠানের অতিথি কারা? Jan 12, 2026
img
৬ দিন বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু Jan 12, 2026
img
তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ Jan 12, 2026
img
দেশের ১৩ জেলায় শীত নিয়ে বড় দুঃসংবাদ Jan 12, 2026
img
আমরা শেষ রক্তবিন্দু দিয়েও মাতৃভূমি রক্ষায় প্রস্তুত : কিউবার প্রেসিডেন্ট Jan 12, 2026
img
ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের কথা ভাবছেন ট্রাম্প Jan 12, 2026
img
আমার দলের কেউ দুর্নীতি করলে তাকে জেলে পচতে হবে : শামা ওবায়েদ Jan 12, 2026