টেলিভিশন অভিনেত্রী মাহী বিজ সম্প্রতি সামাজিক মাধ্যমে চলমান গুজবের জবাব দিয়েছেন। গত বছর থেকেই মাহী এবং জয় ভানুশালীর বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল। নতুন বছরের শুরুতেই তারা আনুষ্ঠানিকভাবে নিজাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন। তিন সন্তানের বাবা-মা হওয়ায় এই প্রক্রিয়া আরও সংবেদনশীল হয়ে ওঠে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া গুজবে বলা হচ্ছিল, মাহী সন্তানের খরচ চালাতে জয়ের কাছে পাঁচ কোটি টাকা খোরপোশ চেয়েছেন।
অভিনেত্রী নিজেই এই খবরের উল্টো প্রমাণ দিয়েছেন। একটি ভিডিয়োবার্তায় মাহী বলেন, “আমি কোনও খোরপোশ চাইনি। কিছু পুরনো ভিডিও খুঁজে বের করে মানুষ শুধু ‘লাইক’ পাওয়ার জন্য প্রচার করছে। এটি অত্যন্ত দুঃখজনক।” তিনি আরও বলেন, বিচ্ছেদের পরও সন্তানদের দায়িত্বে কোনো ধরনের অবহেলা হবে না এবং জয়-বানুশালীর সঙ্গে মিলেমিশে তারা তিন সন্তানের যত্ন নেবেন। মাহী স্পষ্ট করেছেন, “আমাদের সন্তানরা অনাথ হয়নি বা পথে বসেনি। আমরা বন্ধু হিসেবে একে অপরের পাশে রয়েছি। আমাদের প্রতিটি পদক্ষেপে সন্তানেরা গর্ব বোধ করবে।”
এই বার্তা সামাজিক মাধ্যমে প্রকাশের পর ভক্ত ও সংবাদপত্রে গুজব নিরসনে সহায়ক হয়েছে। মাহী বিজ এবং জয় ভানুশালীর বিচ্ছেদের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে, তবে প্রধান বিষয় শিশুদের কল্যাণ ও পারিবারিক সম্মানের প্রতি তাদের দায়বদ্ধতা।
পিআর/টিএ