গণভবনের সামনে গ্যাসের পাইপে চার ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গেছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিকেজ মেরামতের জন্য বিতরণ লাইনের বেশ কয়েকটি ভালভ বন্ধ করা হয়েছে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ধানমণ্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলি সহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর আগে রাজধানীর আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে মালবাহী ট্রলারের নোঙ্গরের আঘাতে গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে ঢাকা মহানগরী এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দেয়।
শুক্রবার (৯ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসএস/টিএ