নতুন বছরে টলিউডে পা রাখতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। ৬ জানুয়ারি ২১ বছরে পা রাখা এই তরুণ অভিনেতা ‘ভুগুন’ ছবির নায়িকা আর্যা রায়ের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তবে প্রথম ছবির শুটিং শুরু কিছুটা বিলম্বিত হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক চিত্রনাট্য সরিয়ে নতুন করে কাহিনি ও সংলাপের কাজ চলছে। প্রযোজকরা নিশ্চিত করতে চাইছেন, গল্প, চিত্রনাট্য, গান সবকিছু নিখুঁতভাবে প্রস্তুত হোক।
প্রসেনজিৎ নিজে ছেলের অভিনয় জীবন নিয়ে সরাসরি হস্তক্ষেপ করছেন না। বরং পুরো বিষয়টি প্রযোজক সংস্থার ওপর ছেড়ে দিয়েছেন। তৃষাণজিৎ আপাতত মুম্বই ও কলকাতায় মিলিয়ে থাকছেন এবং পৃথ্বী থিয়েটারের সঙ্গে যুক্ত থাকায় মঞ্চাভিনয়ের মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন। পরিচালক ও প্রযোজকরা লক্ষ্য করছেন, নতুন চিত্রনাট্য প্রজন্মকে হলমুখী করার দিকে মনোযোগী, তাই গল্পের কেন্দ্রও স্থানান্তরিত হতে পারে মুম্বইয়ের মতো বড় শহরে।
ছবির অভিনেতা নির্বাচনও নতুন চিত্রনাট্য অনুযায়ী বাকি রয়েছে। প্রাথমিক পরিকল্পনার পরিবর্তন হলেও তৃষাণজিতের প্রস্তুতি ও অভিনয় দক্ষতা তাকে বড়পর্দায় আত্মবিশ্বাসের সঙ্গে হাজির করবে বলে জানা গিয়েছে।
পিআর/টিএ