তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জন নায়াগান’–এর মুক্তিতে নতুন করে বাধা এলো। মাদ্রাজ হাইকোর্ট ২১ জানুয়ারি পর্যন্ত ছবিটি মুক্তির ওপর স্থগিতাদেশ জারি করেছে।
এতে করে অভিনেতা বিজয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সিবিএফসি) ‘জন নায়াগান’ ছবিকে ইউ/এ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের আগের আদেশের বিরুদ্ধে আপিল করে। একই সঙ্গে বোর্ড জরুরি শুনানি চেয়ে ছবিটি পুনরায় রিভাইজিং কমিটির মাধ্যমে পর্যালোচনার আবেদন জানায়। নতুন করে শুনানি শেষে আদালত ২১ জানুয়ারি পর্যন্ত ছবিটি মুক্তি না দেওয়ার নির্দেশ দেয়।
এর আগে গত শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন হওয়ার পর ছবিটির সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে ছবিটি নিয়ে অভিযোগ গ্রহণ করায় সিবিএফসিকে সমালোচনা করে আদালত একে ‘বিপজ্জনক প্রবণতা’ বলেও মন্তব্য করে।
সিবিএফসির পক্ষ থেকে আদালতে আরও যুক্তি দেওয়া হয়, ছবিটিতে সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রতীক ব্যবহৃত হয়েছে, যা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
এর আগেই, গত ৭ জানুয়ারি ছবিটির প্রযোজনা সংস্থা এক বিবৃতিতে ‘জন নায়াগান’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, “আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিছু অনিবার্য পরিস্থিতির কারণে ৯ জানুয়ারি মুক্তির জন্য নির্ধারিত ‘জন নায়াগান’ ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে।”
প্রযোজনা সংস্থা আরও জানায়, নতুন মুক্তির তারিখ শিগগিরই ঘোষণা করা হবে এবং দর্শকদের ধৈর্য ও ভালোবাসা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
প্রসঙ্গত, ‘জন নায়াগান’ চলচ্চিত্রটি অভিনয়ের জগৎ থেকে পুরোপুরি রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে বিজয়ের শেষ ছবি হিসেবে বিবেচিত হচ্ছে।
এমকে/টিএ