অনেক দিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রামে দিলেন হুদয়স্পর্শী এক বার্তা। যে বার্তা কেঁপে উঠেছে ফুটবলপ্রেমীদের হৃদয়। দুরারগ্য ব্যাধিতে আক্রান্ত চেলসির সাবেক ফুটবলার লামিশা মুসোন্ডা আর বেঁচে থাকার আশা খুঁজে পাচ্ছেন না।
সামাজিক মাধ্যমে মুসোন্ডা লিখেছেন, ‘যখন আমি বুঝতে পারি যে হয়তো আমার বেঁচে থাকার সময় আর মাত্র কয়েক দিন, তখন এটাও বুঝতে পারি যে আমার পাশে কত মানুষ ছিল, এবং সেই স্মৃতিগুলো আমি চিরকাল লালন করব। জীবন কঠিন, কিন্তু একই সঙ্গে তা মহিমান্বিতও। জীবন উত্থান-পতনে ভরা, আর একজন মানুষ যে ব্যথা অনুভব করে, তা সত্যিকার অর্থে কেউ পুরোপুরি বুঝতে পারে না। গত দুই বছর আমার জন্য বিশেষভাবে কঠিন ও চ্যালেঞ্জিং ছিল। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি আমার সুস্থতা ফিরে পাওয়ার জন্য লড়াই করছি।’
৩৩ বছর বয়সী মুসোন্ডা ২০১২ সালে আন্দারলেখ্ট থেকে চেলসিতে যোগ দেন। যদিও ইংলিশ ক্লাবটির মূল দলে সুযোগ পাননি। দুই বছর চেলসির একাডেমির যুব দলের জন্য খেলেছেন এবং পরে বেলজিয়ামে ফিরে মেচেলেনের হয়ে খেলা শুরু করেন। ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। তার ভাই চার্লি মুসোন্ডাও চেলসির একাডেমি থেকে উঠে এসে লা লিগায় রিয়াল বেতিস ও লেভান্তে ইউডির হয়ে খেলেছেন।

গত পাঁচ বছর আড়ালে থাকার পর প্রকাশ করেন তীব্র জীবন-সংগ্রামে মধ্য দিয়ে যাচ্ছেনএবং তার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি ‘সংকটজনক’। মুসোন্ডা লিখেছেন, ‘অসুস্থতার কারণেই আমি এতদিন সামাজিক মাধ্যমে অনুপস্থিত ছিলাম। আমাকে বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে—আমার শারীরিক অবস্থা সংকটজনক, এবং আমি এখন বেঁচে থাকার জন্য লড়ছি। এই সময়ে আপনাদের সমর্থন ও প্রার্থনা আমার কাছে অনেক মূল্যবান। আমার পরিবার ও আমি লড়াই চালিয়ে যাচ্ছি, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি হাল ছাড়ব না। আমি সৌভাগ্যবান ছিলাম একটি সুন্দর শৈশব পাওয়ার জন্য, এবং আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। কিন্তু এমন অনেক অসাধারণ মানুষ আছেন, যাদের আমি সরাসরি ধন্যবাদ জানাতে চেয়েছিলাম—এবং হয়তো সেই সুযোগ আর পাব না, এই ভাবনাটা আমাকে গভীরভাবে কষ্ট দেয়।’
হঠাৎ এমন খবরের পর, বহু চেলসি সমর্থক ও সাবেক খেলোয়াড় মুসোন্ডার প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন। প্রাক্তন চেলসি স্ট্রাইকার রোমেলু লুকাকু লিখেছেন, ‘ধৈর্য রাখো, লামিশা। আমরা তোমার সঙ্গে আছি।’
টিজে/টিএ