বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বিতা ঐতিহাসিক। মাঠে তারা মুখোমুখি হওয়ার আগে যেন যুদ্ধের দামামা বেজে ওঠে। যদিও মাঠের বাইরে তাদের মধ্যে শীতল সম্পর্ক বিদ্যমান থাকতো। থাকতো বলা হচ্ছে এই কারণে যে, বার্সার বিরুদ্ধে দায়ের হওয়া স্পেন ফুটবলের অন্যতম অর্থ কেলেঙ্কারি মামলা ‘নেগ্রেইরা কেসে’ রিয়াল নাক গলিয়ে সেই সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আজ (রোববার) জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ার আগে কাতালান ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা রাখঢাক না রেখে ঘোষণা দিলেন, বার্সা-রিয়ালের সম্পর্ক ‘ভেঙে গেছে’।
লাপোর্তার মতে, রিয়াল মাদ্রিদ ‘নেগ্রেইরা কেসে’ যেভাবে হস্তক্ষেপ করেছে, তা দুই ক্লাবের দীর্ঘদিনের পেশাদার সম্পর্কে ফাটল ধরিয়েছে।
বার্সেলোনার বিরুদ্ধে রেফারি কমিটির সাবেক সহ-সভাপতিকে অর্থ প্রদানের যে অভিযোগ উঠেছে, রিয়াল সেই আইনি প্রক্রিয়ায় নিজেদের পক্ষভুক্ত করেছে। লাপোর্তা একে বার্সার সম্মানহানি করার একটি ‘অগ্রহণযোগ্য প্রচেষ্টা’ হিসেবে দেখছেন।
লাপোর্তা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছেন, ‘বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত খারাপ। তারা নেগ্রেইরা মামলায় উপস্থিত হয়ে যা করেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমাদের মধ্যে এখন কোনো প্রাতিষ্ঠানিক হৃদ্যতা নেই। অবশ্য এটার মানে এই নয় যে কোনো শ্রদ্ধা নেই।’
‘মাদ্রিদাবাদ’ নিয়ে লাপোর্তা অভিযোগ করেছেন যে, মাদ্রিদ ভিত্তিক একটি গোষ্ঠী বার্সেলোনার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ক্লাবটিকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি মনে করেন, যখনই বার্সেলোনা ভালো করতে শুরু করে, তখনই এই ধরনের বিতর্কিত বিষয়গুলো সামনে আনা হয়।
এমন বিষেদাগার নিয়ে আজ সৌদি আরবে টানা চতুর্থ কাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সেলোনা। ঐতিহ্যগতভাবে ম্যাচের আগে দুই দলের বোর্ড সদস্যদের মধ্যে সৌজন্যমূলক ডিনার হতো, তা এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তবে এসব মাঠের বাইরের বিষয় সরিয়ে রেখে দুই দলের মনোযোগ মৌসুমের প্রথম শিরোপা জয়ে। গত তিনবারে দুইবার রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কাতালান জায়ান্টরা। এবারও সেই ধারা ধরে রেখে ১৬তম ট্রফির মিশনে বর্তমান শিরোপাধারী বার্সা। আর গত ফাইনালে ৫-২ গোলে বিধ্বস্ত রিয়াল মরিয়া প্রতিশোধ নিতে।
এই শিরোপা ১৩তম বারের মতো তারা জিতেছিল ২০২৪ সালে। আর সবশেষ এল ক্লাসিকোতে গত অক্টোবরে ২-১ গোলে জিতেছিল মাদ্রিদ ক্লাব। ওই ম্যাচ হারের পর ১৪ ম্যাচ খেলে মাত্র একটি হেরেছে বার্সা। দারুণ ফর্মে থাকার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে রিয়ালের বিপক্ষে জেতার আশায় তারা।
আরআই/টিকে