চকচকে তারকাখ্যাতির মাঝেও মাটিতে পা রেখে চলার গুরুত্বের কথা মনে করিয়ে দিলেন অনিল কাপুর। দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে অভিনেতার উপলব্ধি নিজেকে শিকড়ের সঙ্গে বেঁধে রাখতে পারলেই সম্মান টিকে থাকে, আসে স্থায়িত্ব। এক সময়ের তারুণ্যের নায়ক থেকে আজও সমানভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠার পেছনে এই দর্শনকেই বড় কারণ বলে মনে করেন তিনি।
অনিল কাপুরের মতে, সাফল্য ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু বিনয় আর পরিশ্রম মানুষকে দীর্ঘ পথ চলতে সাহায্য করে। ইন্ডাস্ট্রির উত্থান-পতনের ভিড়ে যারা অহংকারকে পাশে সরিয়ে রাখতে পেরেছেন, তারাই শেষ পর্যন্ত দর্শকের ভালোবাসা আর সহকর্মীদের সম্মান পেয়েছেন। নিজের জীবনদর্শন তুলে ধরে অভিনেতা যেন নতুন প্রজন্মের শিল্পীদেরও সতর্ক করলেন সাফল্যের চেয়েও জরুরি মাটিতে থাকাখ্যাতির আলোয় পথ হারালে স্থায়িত্ব অধরাই থেকে যায়।
আরপি/টিকে