নিজের বিশ্বাস আর মননকে আঁকড়ে ধরেই এগিয়ে চলার বার্তা দিলেন কারিশ্মা কাপুর। দীর্ঘ অভিনয়জীবনের উত্থান-পতন পেরিয়ে আজও যিনি দর্শকের স্মৃতিতে আলাদা জায়গা করে আছেন, সেই কারিশ্মার উপলব্ধি একেবারেই জীবনঘনিষ্ঠ। তাঁর মতে, মানুষ যদি নিজের বিশ্বাসের প্রতি সৎ থাকে এবং মন দিয়ে সেই কাজ করে যায়, তবে সাফল্য কখনও না কখনও ঠিক তার কাছেই এসে ধরা দেয়।
ক্যারিয়ারের শুরুর দিন থেকে কারিশ্মা কাপুরকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কখনও জনপ্রিয়তার শীর্ষে, আবার কখনও আড়ালে সব পর্বেই তিনি নিজের পথচলার উপর আস্থা রেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই অভিনেত্রীর বিশ্বাস, অন্যের মতামত বা তাড়াহুড়ো নয়, বরং নিজের মন যা বলে সেটাকেই গুরুত্ব দেওয়া উচিত। সময় লাগতে পারে, অপেক্ষা দীর্ঘ হতে পারে, কিন্তু নিষ্ঠা থাকলে সাফল্য পিছু নিতেই বাধ্য।
কারিশ্মার এই বক্তব্য যেন আজকের প্রজন্মের জন্যও এক নীরব অনুপ্রেরণা। দ্রুত ফল পাওয়ার দৌড়ে না নেমে নিজের স্বপ্ন আর বিশ্বাসের প্রতি অনড় থাকার কথাই মনে করিয়ে দিলেন তিনি। তাঁর চোখে সাফল্য কোনো তাৎক্ষণিক প্রাপ্তি নয়, বরং ধৈর্য, অধ্যবসায় আর আত্মবিশ্বাসের স্বাভাবিক পরিণতি।
পিআর/টিকে