বলিউডের বক্স অফিসে বেশ দাপুটে অবস্থায় রয়েছে রণবীর সিং-এর ‘ধুরন্ধর’ সিনেমা। এর মাধ্যমে ক্যারিয়ারের মন্দাভাবও কেটেছে এই অভিনেতার। এমন আবহে জনসম্মুখে ধরা দিলেন রণবীর; সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও। মুম্বাই বিমানবন্দরে নামার পরই তৈরি হয় শোরগোল! মূলত, ভক্ত ও আলোকচিত্রীরা রণবীরকে দেখেই ‘ধুরন্ধর’ স্লোগান দিতে থাকেন। আর তা দেখে আপ্লুত হয়ে পড়েন দীপিকা।
ভারতীয় গণমাধ্যমের খবর, মুম্বাই বিমানবন্দরে এই তারকা দম্পতি পা রাখতেই এমন মুহূর্ত তৈরি হয়। স্বামীর সিনেমার এমন সাফল্যে এ সময় ভক্তদের উন্মাদনা দেখেন দীপিকাও। আর এতে নিজের অনুভূতিও প্রকাশ করেন নায়িকা; রণবীরের পাশেই খানিকটা মুচকি হাসলেন, এরপর তার সঙ্গে হেঁটে চলে আসলেন। বরাবরের মতো এদিনও বিমানবন্দরে একে অপরের হাত ধরে হাঁটছিলেন তারা।
শোনা যাচ্ছে, বিদেশে জমকালো কোনো এক পার্টিতে গিয়েছিলেন তারা; একান্ত নতুন বছরের ছুটি কাটিয়েছেন রণবীর ও দীপিকা।
ছুটি শেষে ফিরলেও বক্স অফিসে রণবীরের দাপট এখনো অব্যাহত। মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৭৫৬ কোটি ভারতীয় রুপি। সিনেমা বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই এর আয় ৭৭৫ কোটি রুপি ছাড়িয়ে যাবে।
এদিকে, রণবীর সিংয়ের ক্যারিয়ারের গত কয়েকটি সিনেমা আশানুরূপ ব্যবসা করতে না পারলেও ‘ধুরন্ধর’ দিয়ে তিনি ফের নিজের জনপ্রিয়তা প্রমাণ করেছেন। বিশ্বজুড়ে সিনেমাটির ব্যবসায়িক সাফল্য এবং রেকর্ড ভাঙার খবর এখন সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে।