গত বছর একের পর এক তারকাদের ঘরে এসেছে নতুন অতিথি। বলিউড থেকে টলিউড—মা-বাবা হওয়ার সুখবর শোনাতে দেখা গিয়েছে বহু পরিচিত মুখকে। নতুন বছর শুরু হতেই এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। সুখবর দিলেন গায়িকা ও জনপ্রতিনিধি অদিতি মুন্সি।
অদিতি ও তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী বাবা-মা হয়েছেন। জানা গিয়েছে, ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অদিতি। পরিবার সূত্রে খবর, ১১ জানুয়ারি সকাল প্রায় ১০টা নাগাদ সন্তানের জন্ম হয়। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন।
জি বাংলার মঞ্চ থেকেই পরিচিতি পান অদিতি মুন্সি। তাঁর মিষ্টি হাসি আর মন ছুঁয়ে যাওয়া গানের গলায় খুব অল্প সময়েই দর্শকের মন জয় করেছিলেন তিনি। সঙ্গীতের পাশাপাশি পরে রাজনীতির ময়দানেও নিজের জায়গা তৈরি করেন অদিতি। বর্তমানে তিনি রাজারহাট গোপালপুরের বিধায়ক।
২০১৮ সালে তৃণমূল কংগ্রেসের পৌরপিতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অদিতি। বিয়ের পরও সঙ্গীত ও রাজনীতি—দু’দিকই সমান দক্ষতায় সামলেছেন তিনি। দীর্ঘ সাত বছর পর এবার নিজের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করলেন অদিতি।
প্রসঙ্গত, শেষবার তাঁকে দেখা গিয়েছিল জি বাংলা সোনার চ্যানেলে একটি গানের অনুষ্ঠানে বিচারকের ভূমিকায়। তবে গত কয়েক মাস ধরে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। নতুন সদস্যের আগমনে এখন খুশির আবহ অদিতি ও দেবরাজের পরিবারে।
এবি/টিএ