কিউবাকে দ্রুত ‘চুক্তি করার’ আহ্বান জানিয়ে রবিবার সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় অজ্ঞাত পরিণতির মুখোমুখি হতে হবে।
ট্রাম্প আরো বলেন, ভেনেজুয়েলা থেকে হাভানায় তেল ও অর্থের প্রবাহ এখন বন্ধ হয়ে যাবে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, ‘কিউবায় আর কোনো তেল বা অর্থ যাবে না- শূন্য!’ তিনি আরো বলেন, ‘আমি জোরালোভাবে পরামর্শ দিচ্ছি, খুব দেরি হয়ে যাওয়ার আগেই তারা একটি চুক্তি করুক।’
ট্রাম্পের দাবি, কিউবা বহু বছর ধরে ভেনেজুয়েলা থেকে বিপুল পরিমাণ তেল ও অর্থের ওপর ‘নির্ভর করে’ টিকে ছিল।
তিনি বলেন, ‘তেল ও অর্থের বিনিময়ে কিউবা ভেনেজুয়েলার শেষ দুই স্বৈরশাসকের জন্য নিরাপত্তা সেবা প্রদান করেছিল- কিন্তু এখন আর নয়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় ওই কিউবানদের অধিকাংশই নিহত হয়েছে এবং ভেনেজুয়েলার আর সেই গুন্ডা ও চাঁদাবাজদের কাছ থেকে সুরক্ষার প্রয়োজন নেই। তারা বহু বছর ধরে দেশটিকে জিম্মি করে রেখেছিল।’
ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলার এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি যুক্তরাষ্ট্র রয়েছে, যারা তাদের রক্ষা করবে এবং আমরা তা করবই।’
উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিতে চালানো মার্কিন অভিযানে কিউবার ৩২ জন সেনা নিহত হন।
এ অভিযানের পর ট্রাম্প কিউবার বিরুদ্ধে আলাদা সামরিক অভিযান প্রয়োজন নেই মন্তব্য করে সাংবাদিকদের বলেছিলেন, ‘কিউবা ভেঙে পড়ার জন্য প্রস্তুত। কিউবার এখন কোনো আয় নেই।
তারা ভেনেজুয়েলা থেকে তেল পেত এবং সেখান থেকেই আয় করত। এখন আর কিছুই পাচ্ছে না। কিউবা কার্যত পতনের মুখে।’
এমআই/টিএ