ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সাদিকুর রহমান বলেন, ‘আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল।
নির্বাচন কমিশন সঠিক বিষয়টি যাচাই করে সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেছেন।’
এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়ে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে একজনের তথ্য মিল না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়। পরে সংশ্লিষ্ট ওই ভোটার সশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
এমআই/টিএ