২৫ বছরের অপেক্ষার পর আবার এক ফ্রেমে মুখোমুখি চিরঞ্জিৎ চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চন্দ্রাশিস রায়ের পরিচালনায় আসছে ছবি ‘বিজয়গড়ের হীরে’, যেখানে দেখা যাবে বাংলার এই দুই কিংবদন্তিকে একসঙ্গে। ছবিতে চিরঞ্জিৎ রহস্য উদঘাটনকারী ‘কাকাবাবু’, আর প্রসেনজিৎ তার ঊর্ধ্বতন অফিসার হিসেবে।
চিরঞ্জিত বলছেন, “আমিই কাকাবাবুকে রহস্যের কিনারা করতে ডেকে আনব। আমাদের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য আছে। শুটিংয়ের সময় পুরনো দিনগুলো মনে পড়ে গেল। আর কোনও প্রতিযোগিতা নেই, এখন আমরা শুধুই গল্প।” মুম্বইয়ে শুটিং শুরু করার আগে বন্ধু প্রিয় বুম্বার বাড়িতে আড্ডা আর খাওয়াদাওয়ায় দিন কাটিয়েছেন তিনি। এরপর হাম্পিতে গিয়ে শুটিং শুরু হয়, যা যেন অতীতের স্মৃতি জাগিয়ে তুলেছে।
২০২৫ সালে চিরঞ্জিত মুক্তি পেয়েছেন একাধিক ছবি ও সিরিজে, যেমন ‘ধূমকেতু’, ‘হাঁটি হাঁটি পা পা’ এবং ‘রয়্যাল বেঙ্গল রহস্য’। বিনোদন দুনিয়ায় গত বছর চিরঞ্জিত ছিলেন সেরা আলোচিত চরিত্র।
২০২৬ সালে শুরুতেই নতুন বছরে ব্যাটিং শুরু করেছেন অভিনেতা-বিধায়ক। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বিজয়গড়ের হীরে’ এবং একই দিনে সিরিজ ‘নিকষ ছায়া ২’-এ দেখা যাবে চিরঞ্জিতকে তান্ত্রিক অধ্যাপক ‘ভাদুড়িমশাই’ চরিত্রে। সিরিজটির তৃতীয় পর্ব পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল, যা আগের দুই পর্বের পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ভিন্ন অভিজ্ঞতা দিয়েছে।
চিরঞ্জিত জানান, “শহরে কড়া শীতের আগেই আমার অংশের শুটিং শেষ হয়েছে। পুরো শুটিং গভীর রাতের অন্ধকারে হয়েছে। প্রথম প্রথম গা ছমছম করলেও পরে অভিজ্ঞতা নতুন এবং উত্তেজনাপূর্ণ মনে হয়েছে।”
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত চিরঞ্জিত। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে তিনি বলেন, “গত বছর মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম আর ভোটে দাঁড়াতে চাই না। তবে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী কিছু জানাননি। উনি বললে নির্বাচনে অংশ নিতে হবে।”
বাংলার দর্শকরা আবারও দেখতে পাবেন দুই কিংবদন্তিকে এক ফ্রেমে, গল্পের মধ্য দিয়ে বন্ধুত্ব, রহস্য ও স্মৃতির মিশেল।
পিআর/টিকে