প্রয়াত অভিনেতা ইরফান খান কেবল তাঁর দুর্দান্ত অভিনয়ের জন্যই নন, বরং তাঁর গভীর জীবনবোধ ও স্পষ্টবাদীতার জন্যও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। ধর্মের নামে বর্তমানে সমাজে যে অস্থিরতা ও বাণিজ্যিকীকরণ চলছে, তা নিয়ে তিনি এক অপ্রিয় অথচ ধ্রুব সত্য উচ্চারণ করেছিলেন।
ইরফান খান বলেছিলেন, "ধর্ম এখন কেনাবেচার বস্তু হয়ে দাঁড়িয়েছে... কিন্তু প্রকৃত ধর্ম তো মানুষের হৃদয়কে প্রশস্ত করার কথা।"
তাঁর মতে, ধর্ম কোনো জোরজবরদস্তির বিষয় নয় বা এটি নিয়ে ব্যবসা করারও কিছু নেই। প্রকৃত আধ্যাত্মিকতা মানুষকে সংকীর্ণতা থেকে মুক্তি দেয় এবং হৃদয়কে উদার ও বিশাল করতে শেখায়। ভেদাভেদ ভুলে মানুষকে ভালোবাসার যে বার্তা তিনি দিয়ে গেছেন, তা বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক।
পিএ/টিকে