অভিনেতা টিমোথি চালামেট রবিবার (১১ জানুয়ারি) রাতে তার প্রথম গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নিলেন। এই জয় এসেছে তার নতুন কমেডি চলচ্চিত্র ‘মার্টি সুপ্রিম’-এর জন্য, যেখানে তিনি একজন দ্রুত-কথক ও টেবিল টেনিস খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন।
এর আগে তিনি ‘কল মি বাই ইওর নেম’, ‘বিউটিফুল বয়’, ‘ওয়নকা’ এবং ‘আ কমপ্লিট আননন’-এর মতো ছবির জন্য মনোনীত হয়েছিলেন; কিন্তু পুরস্কার জেতেননি। তাই এই জয় তার জন্য আরো বিশেষ হয়ে উঠেছে।
পুরস্কার গ্রহণের সময় চালামেট বলেন, আমার বাবা আমাকে ছোটবেলায় শেখিয়েছিলেন- ‘যা আছে তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকো।’ অতীতে এটি আমাকে মাথা উঁচু করে খালি হাতে অনুষ্ঠান থেকে ফিরে যাওয়ার সময় শক্তি জুগিয়েছে। এই মুহূর্তকে আরো মধুর করে তুলেছে সেসব অভিজ্ঞতা।
ছবিতে দেখা যায়, মার্টি মাউসার নামে এক কাল্পনিক চরিত্রের গল্প, যে টেবিল টেনিস চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে।
জর্জ ক্লুনি, ইথান হক, জেসি প্লেমন্স, লি বাইং-হুন এবং লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো বড় অভিনেতাদের সঙ্গে চালামেট একই বিভাগে মনোনীত হয়েছিলেন। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়েছে বেভারলি হিলটন হোটেলে এবং ২০২৬ সালের অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কৌতুকাভিনেতা নিকি গ্লেজার।
সূত্র : এনডিটিভি
এসকে/টিকে