বলিউডের জনপ্রিয় দম্পতি জয় ভানুশালি এবং মাহি ভিজের সংসারে দ্বন্দ্বের নতুন মোড়ে নেটপাড়া এখন উত্তাল। দেড় দশকের সংসার শেষ করে দু’জনই ডিভোর্সের ঘোষণা দিলেও, এর নেপথ্যে নতুন রোম্যান্সের জল্পনা তোলপাড় ফেলেছে। জানা গেছে, মাহি ভিজ বর্তমানে সলমন খানের ঘনিষ্ঠ প্রযোজক নাদিম নাজের সঙ্গে বিশেষ সম্পর্ক তৈরি করেছেন।
সম্প্রতি নাদিমের জন্মদিনে মাহি ভিজ একটি বিশেষ পোস্ট করেছেন, যেখানে প্রযোজককে তিনি শুধু বন্ধু নয়, বরং নিজের পরিবার ও নিরাপদ আশ্রয় বলে উল্লেখ করেছেন। কন্যা তারার পোস্টেও নাদিমকে ‘আব্বা’ বলে সম্বোধন করা হয়েছে। মাহি লিখেছেন, “যে সবসময়ে আমাকে আগলে রাখে, নাদিম তুমিই আমার পরিবার, আমার চিরদিনের সঙ্গী।” এহেন উক্তি সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গেছে।
নাদিম নাজ শুধু সলমনের বন্ধুই নন, তিনি এসকে টিভির প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার। তার তত্ত্বাবধানে জনপ্রিয় অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ তৈরি হয়েছে। এই প্রযোজকের সঙ্গে মাহির ঘনিষ্ঠতার খবরে নেটপাড়া এখন তোলপাড়।
একই সঙ্গে সোশাল মিডিয়ায় মাহি এবং নাদিমের বয়সের ফারাক নিয়ে তুমুল আলোচনা চলছে। ১৪ বছরের ব্যবধান নিয়ে অনুরাগীরা বিভক্ত; কেউ মাহিকে সমর্থন করছেন, আবার কেউ তাকে ‘বাবার বয়সি প্রেমিক’ হিসেবে ট্রোল করছেন। অন্যদিকে জয় ভানুশালির মতো সুদর্শন অভিনেতাকে ছেড়ে অন্যের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষও উঠেছে।
জানা যায়, ডিভোর্স ঘোষণার পরও জয়-মাহি একে অপরের পাশে থেকে নিন্দুকদের কঠোর বার্তা দিয়েছেন। তবে বর্তমান চাঞ্চল্যকর পরিস্থিতি বলিউডের ভক্ত ও নেটিজেনদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। দেড় দশকের দাম্পত্য শেষ হলেও, মাহি ভিজের নতুন সম্পর্ক এবং সোশাল মিডিয়ায় তার প্রকাশ নেটপাড়াকে আলোড়িত করেছে।
এমকে/টিএ