দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে Rapid Pass কার্ডে অনলাইন রিচার্জ সুবিধা এবং মোবাইল অ্যাপ প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১২ই জানুয়ারি) ডিটিসিএ ভবনের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গত ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে ওয়েবসাইটভিত্তিক অনলাইন রিচার্জ চালুর পর এবার যাত্রীদের আরও সহজ ও দ্রুত সেবা দিতে ১ জানুয়ারি থেকে Rapid Pass-এর অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ Google Play Store-এ উন্মুক্ত করা হয়েছে।
মোবাইল অ্যাপের প্রধান সুবিধা :
- সহজ ও নিরাপদ অনলাইন রিচার্জ
- রিচার্জ হিস্ট্রি ও কার্ড ব্যবহারের তথ্য দেখার সুবিধা
- NFC-enabled মোবাইল দিয়ে রিয়েল-টাইম ব্যালেন্স যাচাই
- bKash, Rocket, Visa, AMEX ও MasterCard সহ একাধিক ডিজিটাল পেমেন্ট মাধ্যম
রিচার্জ প্রক্রিয়া
- একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে
- অনলাইনে রিচার্জের পর কার্ডটি AVM (Add Value Machine)-এ ট্যাপ করলে ব্যালেন্স কার্যকর হবে
- সফল রিচার্জের পর নিবন্ধিত মোবাইল নম্বরে নিশ্চিতকরণ এসএমএস পাঠানো হবে
ডিটিসিএ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে যাত্রীরা ঘরে বসেই যেকোনো সময় ও স্থান থেকে নিরাপদে কার্ড রিচার্জ করতে পারবেন। ভবিষ্যতে Rapid Pass কার্ডকে বাস, মেট্রোসহ দেশের অন্যান্য গণপরিবহন ব্যবস্থায় আরও বিস্তৃতভাবে প্রয়োগের পরিকল্পনা রয়েছে।
টিএ/