ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া

ভিসা আবেদনে ‘স্বচ্ছতা-সংক্রান্ত সমস্যার’ কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশকে ‘সর্বোচ্চ ঝুঁকির ক্যাটাগরিতে’ অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া। বাকি দেশগুলো হলো ভারত, নেপাল ও ভুটান। এখন থেকে এ চার দেশের শিক্ষার্থীদের ভিসা আবেদন কঠোরভাবে যাচাই-বাছাই করবে অস্ট্রেলিয়া।

সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ.কম.এইউ। প্রতিবেদন অনুযায়ী, গত বছর অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই এই চার দেশের। অস্ট্রেলিয়ার অভিবাসন দপ্তরের সাবেক উপসচিব ড. আবুল রিজভি জানান, ‘অত্যন্ত অস্বাভাবিক’ কায়দায় চারটি দেশকেই এভিডেন্স লেভেল টু থেকে এভিডেন্স লেভেল থ্রি-এ স্থানান্তর করা হয়েছে।

এর আগে, অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৮ জানুয়ারি দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের এভিডেন্স লেভেল পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে নতুন করে সামনে আসা স্বচ্ছতা-সংক্রান্ত সমস্যাগুলো আরও কার্যকরভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে। একই সঙ্গে অস্ট্রেলিয়ায় মানসম্মত শিক্ষা গ্রহণে আগ্রহী প্রকৃত শিক্ষার্থীদের সুযোগ অব্যাহত থাকবে।’

মুখপাত্র আরও বলেন, ‘অস্ট্রেলিয়ান সরকার চায়, সব শিক্ষার্থী যেন অস্ট্রেলিয়ায় অবস্থানকালে একটি ইতিবাচক শিক্ষাজীবনের অভিজ্ঞতা পান এবং উচ্চমানের শিক্ষা লাভ করেন।আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা ও স্টুডেন্ট ভিসা প্রোগ্রামে সঠিক কাঠামো থাকা জরুরি, যাতে শিক্ষার্থীরা বুঝতে পারেন যে তারা সর্বোত্তম শিক্ষায় বিনিয়োগ করছেন।’ এভিডেন্স লেভেল ট্রি রেটিংয়ের অর্থ হলো-ভিসা আবেদনকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আর্থিক সক্ষমতা ও শিক্ষাগত ইতিহাস সংক্রান্ত বিশদ নথিপত্র উপস্থাপন করতে হবে।

ড. রিজভি বলেন, ‘মূলত এভিডেন্স লেভেল যত বেশি হয়, তত বেশি নথিপত্রের প্রয়োজন হয়। কাগজপত্র যাচাইয়ে আরও বেশি ম্যানুয়াল হস্তক্ষেপ থাকে। প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ফোনে যোগাযোগ করে ট্রান্সক্রিপ্ট যাচাই করা হতে পারে, এমনকি ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করা হতে পারে।’

সাধারণত প্রতি বছরের মাঝামাঝি সময়ে আগের বছরের তথ্যের ভিত্তিতে এসব রেটিং সংশোধন করা হয়। তবে এবার বছরের শুরুতেই এমন সিদ্ধান্তের কারণ কী হতে পারে, সে বিষয়ে ড. রিজভির ব্যাখ্যা, ‘এর পেছনে গত ডিসেম্বরের শুরুতে ভারতে বড় ধরনের ভুয়া ডিগ্রি জালিয়াতি উদ্ঘাটনের ঘটনা ভূমিকা রাখতে পারে। দেশটিতে সে সময় ১ লাখের বেশি সন্দেহজনক সনদ জব্দ করে কর্তৃপক্ষ।’

১৯৯১ থেকে ২০০৭ সাল পর্যন্ত অভিবাসন দপ্তরে কর্মরত থাকা ড. রিজভি বলেন, নতুন সিদ্ধান্তের ফলে ভিসা প্রক্রিয়াকরণে আগের তুলনায় অনেক বেশি সময় লাগবে। তবে, অস্ট্রেলিয়া সরকার ২০২৬ সালের জন্য ঘোষিত আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্লটে কোনো পরিবর্তন আনেনি। গত অক্টোবরে তারা জানায়, এ বছর ২ লাখ ৯৫ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনার সুযোগ পাবে। এই সংখ্যা ২০২৫ সালের তুলনায় ২৫ হাজার বেশি।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কেন বিয়ে করছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা? জানালেন কারণ Jan 12, 2026
img
এই বছরটাই আমার চূড়ান্ত সিদ্ধান্তের বছর : তৌসিফ Jan 12, 2026
যে জিনিস আপনাকে ধ্বংস করছে | ইসলামিক জ্ঞান Jan 12, 2026
ছক্কা মেরে অর্ধশতক ও সিলেটের জয় নিশ্চিত করলেন ইমন Jan 12, 2026
ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অসম্ভব : আসিফ নজরুল Jan 12, 2026
এল ক্লাসিকো জিতে রেকর্ড বড় অঙ্কের অর্থ পুরস্কার বার্সার Jan 12, 2026
img
সবাইকে ভালোবাসা সম্ভব নয় : দেব Jan 12, 2026
img
ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে গেছেন খালেদা জিয়া: জোনায়েদ সাকি Jan 12, 2026
img
আদালতের রায়ে স্বস্তি সাইফ আলি খানের Jan 12, 2026
img
মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Jan 12, 2026
img
তারেক রহমানের সঙ্গে মাহমুদুর রহমান মান্নার সাক্ষাৎ Jan 12, 2026
img
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা Jan 12, 2026
img
রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড় Jan 12, 2026
img
ময়মনসিংহে জাপার ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান Jan 12, 2026
img
স্মরণে খল অভিনেতা নাসির খান, ২৭ বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ৫ শতাধিক সিনেমায় Jan 12, 2026
img
ইরানে বিক্ষোভ নিয়ে জাফর পানাহি-মোহাম্মদ রসুলফের উদ্বেগ প্রকাশ Jan 12, 2026
img
রিপনের হ্যাটট্রিকের পর ব্যাট হাতে তামিমের তান্ডব, সহজ জয়ে টেবিলের শীর্ষে রাজশাহী Jan 12, 2026
img
সুশান্তের মতোই বলিউডের ‘রাঘব বোয়াল’দের টার্গেটে কার্তিক আরিয়ান! Jan 12, 2026
img
বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয় : শামা ওবায়েদ Jan 12, 2026
img
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের Jan 12, 2026