মনোনয়ন বাতিল সিদ্ধান্তের পর উপযুক্ত প্রমাণ দেখিয়ে সেই সিদ্ধান্ত পরিবর্তন করিয়ে মনোনয়ন বৈধ করাতে পেরেছেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী দিনময় রোয়াজা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে তার মনোনয়ন বৈধ বলে সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)।
এর আগে সকালে তার ১৪৫ নম্বর আপিল শুনানি চলাকালে তার নামে থাকা একটি ক্রেডিট কার্ডে ২২ হাজার ৭০০ টাকার বিল বকেয়া থাকার অভিযোগে তার মনোনয়ন বাতিল করে ইসি।
এসময় তিনি বারবার বলতে থাকেন এটা কোনো বিল নয়, এটি ব্যাংকের চার্জ। ওই মুহূর্তে রোয়াজা সেটি প্রমাণ করতে পারেননি। ফলে ইসি সঙ্গে সঙ্গে তার মনোনয়ন বাতিল করে।
কিন্তু মধ্যাহ্ন বিরতির আগে শুনানি মুলতবির আগে তিনি কথা বলার অনুমতি চান। তখন ইসি তাকে কথা বলার অনুমতি দেয়। এর আগে তিনি ব্যাংক থেকে চার্জের প্রতিলিপি সংগ্রহ করে আনেন। সেটি প্রমাণ হিসেবে ইসির কাছে উপস্থান করেন। পরে ইসি সেটি মঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এসকে/টিকে