বলিউডের নায়িকাদের মধ্যে সময়ে সময়ে উত্তেজনা নতুন নয়। সম্প্রতি টিনসেল টাউনে আলোড়ন ফেলেছে আলিয়া ভাট ও অনন্যা পাণ্ডের ‘ক্যাটফাইট’। সূত্রপাত হয়েছে আলিয়ার একটি পোস্ট থেকে, যেখানে তিনি ‘হক’ সিনেমার জন্য ইয়ামি গৌতমকে প্রশংসা করেছেন এবং নিজেকে তাঁর ফ্যান হিসেবে উপস্থাপন করেছেন।
এই প্রশংসা নেটিজেনদের একাংশে অনুমান সৃষ্টি করেছে, আলিয়া আদিত্য ধরের নতুন ছবিতে কাজ পাওয়ার জন্যই ইয়ামিকে বিশেষভাবে স্তুতি করছেন। এ প্রসঙ্গে অনন্যা পাণ্ডে একটি পোস্টে আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ আখ্যায়িত করে উত্তপ্ত প্রতিক্রিয়া দেখান। এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং টিনসেল টাউনে নতুন গসিপের জন্ম দেয়।
কানাঘুষো, আলিয়ার সঙ্গে অনন্যার উত্তেজনা মাসখানেক ধরে চলছিল। ফিল্মফেয়ার ওটিটি ২০২৫-এর অনুষ্ঠানে অনন্যাকে উপেক্ষা করার অভিযোগও শোনা যায়। একই অনুষ্ঠানে আলিয়া ভিকি কৌশলকে দেখে অনন্যার পাশ কাটিয়ে যাওয়ার মুহূর্তের ভিডিওও ভাইরাল হয়। এই ঘটনা দুই নায়িকার মধ্যকার উত্তেজনার পেছনের প্রেক্ষাপট হিসেবে ধরা হচ্ছে।
যদিও দুই নায়িকা এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি, অনুরাগীরা বিটাউনের ক্যাটফাইটে সরব। আলিয়া ও অনন্যার এই উত্তপ্ত সম্পর্ক এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত প্রতিক্রিয়ার কারণে বলিপাড়ায় চর্চার উত্তাপ এখনও কমেনি।
এমকে/টিএ