প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা মারদানি থ্রি-এর টিজার, আর মুক্তির পরপরই তা দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র তিন মিনিটের এই টিজারে গল্পের মূল রহস্য আড়াল রেখেই তুলে ধরা হয়েছে এক ভয়াবহ, টানটান ও আবেগঘন পরিবেশ, যা কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
শক্ত হাতে আইন রক্ষাকারী শিবানী শিবাজি রায়ের চরিত্রে আবারও ফিরেছেন রানি মুখার্জি। টিজারে তাঁর দৃঢ়তা, আগ্রাসী উপস্থিতি ও আবেগী অভিনয় অনেকের কাছেই তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী রূপ বলে বিবেচিত হচ্ছে। ভক্ত ও সমালোচকরা ইতোমধ্যেই এই চরিত্রকে রানি মুখার্জির ‘সবচেয়ে প্রভাবশালী’ অভিনয় হিসেবে আখ্যা দিচ্ছেন।
দ্রুত সম্পাদনা, সংযত সংলাপ ও তীব্র আবহে নির্মিত এই টিজার ইঙ্গিত দিচ্ছে এক নির্মম লড়াইয়ের, যেখানে ন্যায়, সাহস ও প্রতিরোধের গল্প উঠে আসবে নতুন মাত্রায়। সবকিছু ঠিক থাকলে, মারদানি থ্রি হতে পারে চলতি মৌসুমের অন্যতম চমকপ্রদ চলচ্চিত্র।
এবি/টিএ