ভ্যাটিকান সিটি থেকে রয়টার্স জানিয়েছে, সোমবার (১২ জানুয়ারি) পোপ লিও ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ভ্যাটিকানের পক্ষ থেকে এই সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হলেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। ভ্যাটিকানের দৈনিক বিবৃতিতে সোমবারের অ্যাপয়েন্টমেন্টের তালিকায় এই বৈঠকের উল্লেখ থাকলেও, সংবাদমাধ্যমের জন্য দেওয়া পোপের পূর্বনির্ধারিত সময়সূচীতে এটি অন্তর্ভুক্ত ছিল না।
যুক্তরাষ্ট্রের প্রথম পোপ হিসেবে নির্বাচিত লিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনীর হাতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আটকের ঘটনার পর ভেনিজুয়েলাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার আহ্বান জানিয়েছেন।
এর আগে শুক্রবার এক গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি বিষয়ক ভাষণে পোপ কূটনৈতিক লক্ষ্য অর্জনে সামরিক শক্তি ব্যবহারের নিন্দা জানান এবং ভেনিজুয়েলায় মানবাধিকার রক্ষার আহ্বান জানান। ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির সাবেক সদস্য মাচাদোকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয় মাদুরোপন্থী কর্তৃপক্ষ।
তিনি নির্বাচনে একজন বিকল্প প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন, যাকে ব্যাপকভাবে বিজয়ী বলে মনে করা হয়েছিল। যদিও মাদুরো নিজেকে বিজয়ী দাবি করেছিলেন, কিন্তু স্বাধীন পর্যবেক্ষকদের ব্যালট অডিটে সরকারি ফলাফলে অনিয়ম ধরা পড়েছিল।
সূত্র: রয়টার্স