যশ রাজ ফিল্মস ঘোষণা করল বহুল প্রতীক্ষিত নারীপ্রধান পুলিশি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘মারদানি থ্রি’। রানি মুখার্জি অভিনীত সিনেমাটি আগামী ২০২৬ সালের ৩০ জানুয়ারি মুক্তি পাবে। ঘোষণার সঙ্গে প্রকাশিত প্রথম পোস্টারেই ইঙ্গিত মিলেছে এক ভয়ংকর ও রুদ্ধশ্বাস অভিযানের, যেখানে পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায় দেশজুড়ে নিখোঁজ মেয়েদের উদ্ধারে নেমে পড়েন অশুভ শক্তির বিরুদ্ধে।
ভারতের সবচেয়ে সফল নারী নেতৃত্বাধীন পুলিশি সিরিজ হিসেবে ইতিমধ্যেই বিশেষ মর্যাদা পেয়েছে ‘মারদানি’। তৃতীয় পর্বে পরিচালক অভিরাজ মিনাওয়ালা ও প্রযোজক আদিত্য চোপড়া আরও অন্ধকার, আরও নির্মম গল্পের প্রতিশ্রুতি দিয়েছেন। সামাজিক বাস্তবতার কঠিন সত্যকে সামনে এনে আবেগ ও অ্যাকশনে ভরপুর এই ছবি প্রেক্ষাগৃহে নতুন ঝড় তুলতে প্রস্তুত।
এবি/টিএ