বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন নির্বাচন চাই যেখানে ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবে এবং নিজের ভোটের প্রতিফলন পাবে। এজন্য প্রতিটি বুথে সিসি ক্যামেরা থাকা জরুরি। সরকার ও নির্বাচন কমিশনকে এটি নিশ্চিত করতেই হবে। তিনি বলেন, নির্বাচন সব সমস্যার সমাধান নয়, কিন্তু এটি শুরু। একটি ফেয়ার ইলেকশন মানে ফেয়ার সোসাইটির বীজ। আমরা বোঝাপড়ার নির্বাচন চাই না।
সোমবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত নির্বাচনের মতো নির্বাচন আমরা দেখতে চাই না। মেকানিজম করার নির্বাচন চাই না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তাহলে সবাই মিলে এদেশ থেকে তাদেরকে পালাতে বাধ্য করবো।
ডা. শফিকুর রহমান বলেন, চব্বিশের জটিল দিনগুলোয় সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ ভূমিকার কারণে জাতি সিভিল ওয়ার থেকে রক্ষা পেয়েছে। আগস্টের ৩, ৪ এবং ৫ তারিখ আপনারা যে ভূমিকা রেখেছেন, সেটা না রাখলে আজকে বাংলাদেশে এখানে দাঁড়িয়ে আমি কথা বলতে পারতাম না।
তিনি বলেন, আজ পর্যন্ত এ পরিবর্তন, বিপ্লব, গণঅভ্যুত্থান আমরা যে ভাষাই বলি, তার কোনো ক্রেডিট দল হিসেবে আমরা দাবি করিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, 'বিগত তিন নির্বাচনে কোনো ভোট হয়নি। কেউই ভোট দিতে পারেনি। তবে আগামী নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। আগামী নির্বাচনে ভোটারদের জন্য বাধাহীন পরিবেশ নিশ্চিত করা আর ভোটের প্রতিফলন ফলাফল পেলেই সুষ্ঠু নির্বাচন হবে।
পিএ/টিকে