হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ পাভেল আহম্মেদ ওরফে তোতলা পাভেলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী দেশের একটি গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেলে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী দেশের একটি গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি পাভেলকে ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাতেই তাকে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, পাভেলের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এমআর/টিএ