স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মার্কাস রাশফোর্ড । বার্সেলোনার জার্সিতে মৌসুমে আরও শিরোপা জিততে উন্মুখ এই ইংলিশ ফরোয়ার্ড।
সৌদি আরবের জেদ্দায় রোববার সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারায় কাতালান ক্লাবটি। একই মাঠে প্রতিযোগিতার গত আসরেও রিয়ালকে হারিয়ে শিরোপা উল্লাস করেছিল হান্সি ফ্লিকের দল।
ম্যাচে জোড়া গোল করা রাফিনিয়ার বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন রাশফোর্ড । একটি গোল করার সুযোগও পান তিনি। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এবার পুরো মৌসুমের জন্য বার্সেলোনায় ধারে খেলছেন রাশফোর্ড । মৌসুম শেষে এই ফুটবলারকে পাকাপাকিভাবে ধরে রাখার সুযোগ আছে বার্সেলোনার। এর জন্য তাদেরকে গুনতে হবে ৩ কোটি ইউরো।
স্প্যানিশ ক্লাবটিতে প্রথম কোনো শিরোপা জিততে পেরে ভীষণ খুশি ২৮ বছর বয়সী এই ফুটবলার। রিয়ালকে হারানোর পর সামনে আরও শিরোপা জয়ের আশা করছেন তিনি।
“আজকে আমি খুব খুশি। (বার্সায়) এটা আমার প্রথম শিরোপা, আর প্রথম শিরোপা জয় সবসময়ই সেরা অনুভূতির থাকে। আশা করি, আমরা আরও কয়েকটি শিরোপা জিততে পারব। আশা করছি, এটা শেষ শিরোপা নয়।”
“আমাদের পারফরম্যান্স ছিল উঁচু মানের। এমন খেলতে আমরা সক্ষম। এখনও উন্নতির জায়গা আছে, তবে আজকে মুহূর্তটি উপভোগ করতে পারি।”
বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলেছেন রাশফোর্ড । এর মধ্যে ১৭ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি, ৭ গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন।
এমআর/টিএ