শিশু শিল্পী থেকে ফাতিমা সানা শেখের অভিনয়যাত্রা

শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও ফাতিমা সানা শেখ সময়ের সঙ্গে নিজেকে গড়ে তোলেন একজন শক্তিশালী ও দক্ষ অভিনেত্রী হিসেবে। ভিন্নধর্মী চরিত্রে গভীরতা ও বাস্তবতার সঙ্গে নিজেকে মেলে ধরার এক অসাধারণ ক্ষমতা রয়েছে ফাতিমার।

রোববার (১১ জানুয়ারি) ৩৪-এ পা রাখলেন ফাতিমা সানা শেখ। এই বিশেষ দিনে ফিরে দেখা যাক তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায়, জনপ্রিয় সিনেমা এবং জীবনের উল্লেখযোগ্য কিছু মুহূর্ত।

১৯৯৭ সালে ‘চাচি ৪২০’ ছবিতে শিশু শিল্পী হিসেবে ফাতিমা সানা শেখের অভিনয়জীবন শুরু। ছবিতে তিনি ভারতী রতনের চরিত্রে অভিনয় করেন। এরপর শিশু শিল্পী হিসেবে ‘বাড়ে দিলওয়ালে’, ‘খুবসুরাত’ এবং ‘ওয়ান ২ কা ৪’, ‘ইশক’র মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেন।

‘চাচি ৪২০’ ছবিতে ফাতিমা সানা
শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও ২০১৬ সালে নীতেশ তিওয়ারি পরিচালিত ক্রীড়াভিত্তিক জীবনীচিত্র ‘দঙ্গল’র মাধ্যমেই ফাতিমা তার প্রথম সফলতা পান। এই ছবিতে তিনি ভারতের কুস্তিগীর গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেন।

এই চরিত্রের জন্য তাকে কঠোর শারীরিক প্রশিক্ষণ নিতে হয় এবং কুস্তির নানা কৌশল রপ্ত করতে হয়। এ ছবিতে তিনি কিংবদন্তি তারকা আমির খানের সাথে অভিনয় করেন।
‘দঙ্গল’ বক্স অফিসে ইতিহাস গড়ে। বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়ে যায় ২০০০ কোটি রুপি যা একসময় সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি হিসেবে পরিচিতি পায়।

‘দঙ্গল’র সাফল্যের পর ফাতিমা বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা অর্জন করেন। ‘লুডো’, ‘আজীব দাসতানস’ এবং ‘মডার্ন লাভ মুম্বাই’র মতো ওয়েব ছবি ও সিরিজে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ায়।



‘দঙ্গল’র সাফল্যের পর ফাতিমা বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও জনপ্রিয়তা অর্জন করেন

২০২৫ সালে ফাতিমা সানা শেখকে একাধিক ছবিতে দেখা যায়। সে বছর তিনি অভিনয় করেন অনুরাগ বসুর ‘মেট্রো… ইন দিনো’, বিবেক সোনির ‘আপ জ্যায়সা কোই’ এবং বিভু পুরির ‘গুস্তাখ ইশক’ ছবিতে।

ফাতিমা সানা শেখ প্রায় এক দশক ধরে তার অভিনয় দিয়ে মানুষের মন জয় করে আসছেন। তার কিছু জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে

দঙ্গল (২০১৬)
গীতা ও ববিতা ফোগাটের জীবনের গল্প নিয়ে তৈরি এই ছবিতে ফাতিমা গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করেন। বাবার চরিত্রে ছিলেন আমির খান।

লুডো (২০২০)
অনুরাগ বসু পরিচালিত এই মাল্টিস্টারার ছবিতে পিঙ্কি জৈনের ভূমিকায় নজর কাড়েন ফাতিমা। ছবিতে আরও ছিলেন অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রয় কাপুর, সানিয়া মালহোত্রা প্রমুখ।

স্যাম বাহাদুর (২০২৩)
মেঘনা গুলজার পরিচালিত এই জীবনীভিত্তিক যুদ্ধচিত্রে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন ফাতিমা। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল।

মেট্রো… ইন দিনো (২০২৫)
‘লাইফ ইন আ… মেট্রো’ এই ছবিতে শহুরে জীবনের চারটি সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন অনুপম খের, নীনা গুপ্ত, কঙ্কনা সেন শর্মা, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কাপুর, সারা আলি খান, আলী ফজল এবং ফাতিমা সানা শেখ।

গুস্তাখ ইশক (২০২৫)
নব্বইয়ের দশকের পটভূমিতে তৈরি এই রোমান্টিক ড্রামায় ফাতিমা অভিনয় করেছেন বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ ও শারিব হাশমির সঙ্গে।

অভিনয়ের জন্য একাধিক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছেন ফাতিমা। ২০১৯ সালে ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির জন্য তিনি জ্যাকি চ্যান অ্যাকশন মুভি অ্যাওয়ার্ডসে সেরা অ্যাকশন অভিনেত্রীপুরস্কার পান। এছাড়া শর্ট ফিল্ম ‘আয়েশা’র জন্য ফিল্মফেয়ার শর্ট ফিল্ম অ্যাওয়ার্ডসে সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর সম্মানও অর্জন করেন।

‘স্যাম বাহাদুর’ এ ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়কে তিনি নিজের জীবনের অন্যতম সম্মানজনক কাজ বলে উল্লেখ করেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জাপানের রেলওয়েতে স্টেশনমাস্টার হলো এক বিড়াল Jan 13, 2026
img
সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংসসহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ Jan 13, 2026
img
নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন Jan 13, 2026
img
যারা বলেন ‘টেপ টেনিসের বোলার’, তাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দিলেন সাকলাইন Jan 13, 2026
img
দেশে বন্ধ হয়ে গেলো ৮৮ লাখের বেশি সিম Jan 13, 2026
img
ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ Jan 13, 2026
img
গুগলের জেমিনি এআই এবার অ্যাপলের সিরিতে Jan 13, 2026
img
শিরোপা জেতানোর প্রতিশ্রুতিতে অর্থ সংগ্রহ, জেলে দরবেশ Jan 13, 2026
img
ব্যক্তির স্বৈরাচার হওয়া রোধেই আইনসভার উচ্চকক্ষ: আলী রীয়াজ Jan 13, 2026
img
অস্কারের ভোটিং প্রক্রিয়া শুরু, মনোনীত তালিকা ঘোষণা ২২ জানুয়ারি Jan 13, 2026
img
১ বছরে ‘এক’ লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র Jan 13, 2026
img
হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’ Jan 13, 2026
img
রিয়াল ছাড়ার পর স্বস্তিতে 'আলোনসো' Jan 13, 2026
img
চৌদ্দগ্রামে দুর্ঘটনার কবলে স্লিপার বাস Jan 13, 2026
img
ইরানে বিরোধীদের সমর্থন করায় ইউরোপের ৪ দেশের রাষ্ট্রদূতকে জরুরি তলব Jan 13, 2026
img
রেড কার্পেটের আলোয় মুগ্ধতা ছড়ালেন নিক-প্রিয়াঙ্কা Jan 13, 2026
img
ইরানের বাণিজ্যিক মিত্রদের হুমকি দিলেন ট্রাম্প, শুল্ক আরও বাড়ার শঙ্কা ভারতের Jan 13, 2026
img

বিবিসির বিশ্লেষণ

১৯৭৯ সালের পর সবচেয়ে কঠিন সময় পার করছে ইরান Jan 13, 2026
img
ইরানের চলমান পরিস্থিতি নিয়ে জাফর পানাহি ও মোহাম্মদ রাসুলফের উদ্বেগ Jan 13, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে Jan 13, 2026