অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকা কারাবন্দি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের ৪৭৪ শতাংশ জমি, ঢাকার মহাখালীর ৫ তলা বাড়ি ওপৈত্রিকসহমানিকগঞ্জের ২টি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
মমতাজের মহাখালী ডিওএইচএসে ২৫০০ বর্গফুটে ৫ তলা আবাসিক বাড়ি, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে প্রাপ্ত ২ তলা বাড়ি, মানিকগঞ্জ সদরে ২১০৯ বর্গফুটের ৪র্থ তলা বাড়ি জব্দ করা হয়েছে। এতে আছে মমতাজ চক্ষু হাসপাতাল।
দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এসব সম্পত্তি জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধানের জন্য অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক হিসাব অবরুদ্ধ ও স্থাবর সম্পদসমূহ আদালতের মাধ্যমে জব্দ করা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, গত বছরে ১৩ মে রাজধানী থেকে মমতাজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি।
এসকে/টিএ