ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের শিকার হয়েছে। সোমবার হঠাৎ করেই তার অ্যাকাউন্ট থেকে একের পর এক অদ্ভুত ও বিভ্রান্তিকর পোস্ট প্রকাশ পায়।
হ্যাকাররা মূলত ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত প্রতারণামূলক বার্তা ছড়ালেও এর পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের মালিকানা কাঠামো নিয়ে কটাক্ষ করে। এমনকি লিভারপুলের কাছে ৭-০ গোলের ঐতিহাসিক হারের ছবিও শেয়ার করা হয় ব্রুনোর অ্যাকাউন্ট থেকে।
সবচেয়ে আলোচনায় আসে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে করা কিছু পোস্ট। আল নাসর তারকাকে নিয়ে ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও বিতর্কের জন্ম দেয়।
এছাড়া ইংল্যান্ড ক্রিকেট দল ও ডার্টস খেলোয়াড় লুক লিটলারকে নিয়েও পোস্ট করা হয় ব্রুনোর অ্যাকাউন্ট থেকে।
ঘটনার পর দ্রুত বিবৃতি দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাব জানায়, ব্রুনো ফার্নান্দেসের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং সমর্থকদের ওই অ্যাকাউন্ট থেকে আসা কোনো পোস্ট বা মেসেজে সাড়া না দিতে অনুরোধ করা হয়।
এসকে/টিএ