বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক আসিফ আকবর বলেছেন, ‘দুই-একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না।’
মোস্তাফিজ ইস্যুতে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আইসিসির কাছে চিঠির মাধ্যমে বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে বাংলাদেশ দলের ভেন্যু যাবে পরিবর্তন করে শ্রীলংকা রাখা হয়। যেখানে খেলবে পাকিস্তান ক্রিকেট দল।
‘দুই-একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না।’ দেশের জনপ্রিয় গায়ক ও বিসিবি পরিচালক আসিফ আকবরের এমন মন্তব্যের সাথে একমত নন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
আসিফের মন্তব্য প্রসঙ্গে সুজন আরও বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ও দেশে গান গাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এটার মধ্যে অনেক পার্থক্য আছে আসলে। এটা মাথায় রাখতে হবে যে, তামিম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এটা মাথায় রাখতে হবে, আমি দেশে খুব জনপ্রিয় গায়ক, আর তামিম আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী স্বীকৃত একজন ক্রিকেটার। দুইটার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে।’
প্রসঙ্গত, গত ডিসেম্বরে আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে নিরাপত্তার শঙ্কার কথা বলে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
মোস্তাফিজের এই ইস্যুতে পুরো দেশে তোলপাড়। ভারত যদি আইপিএলে মোস্তাফিজকেই নিরাপত্তা দিতে না পারে, তাহলে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরো বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক এবং দর্শকদের কিভাবে নিরাপত্তা দিবে?
এ বিষয়ে শক্ত অবস্থান জানিয়ে দুইবার আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে বাংলাদেশ দলের ক্রিকেটার, দর্শক-সমর্থকদের নিরাপত্তা শঙ্কা বেশি। সুতরাং, এ পরিস্থিতিতে কোনোভাবেই ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের খেলা সম্ভব নয়।
এসকে/টিএ