রাজশাহীর দুর্গাপুরে চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের ওয়াজের মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি বিএনপি নেতাকর্মীরা হলেন- চৌপুকুরিয়া গ্রামের শাহেদ আলী (২৯), রেজাউল ইসলাম (৪৫) ও তার ছেলে ইমন ইসলাম (২০)। ঘটনার জন্য তারা পরস্পরকে দায়ী করেছে। তবে কোনো পক্ষই থানায় অভিযোগে করেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি নেতা রেজাউলের সঙ্গে বিএনপি কর্মী আবু বাক্কারের বিরোধ চলছে কিছুদিন ধরে। রেজাউলের অভিযোগ বাক্কার গ্রুপের স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদির নেতৃত্বে সাইদ নামের এক দোকানির কাছে চাঁদা নেওয়া হয়েছে। সোমবার দুপুরে এ বিষয় নিয়ে কাঠালবাড়িয়া বাজারে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
দুপুরের ঘটনার জের ধরে সন্ধ্যার পর বিএনপি নেতা বাক্কার ও তার দুই ছেলে আশিক ও করিমের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী চৌপুকুরিয়া গ্রামের ওয়াজের মোড় নামক স্থানে রেজাউল পক্ষের ইমন ও শাহেদের ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। তাদেরকে রক্ষায় রেজাউল এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করা হয়। দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। পরে তাদের মধ্যে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে পরে পুলিশ পাঠানো হয়েছিল। তবে মঙ্গলবার বিকাল পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি। এখন পরিস্থিতি শান্ত।
এমকে/টিএ