বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া একদিন আগে স্বামী গায়ক নিক জোনাসকে সঙ্গে নিয়ে গোল্ডেন গ্লোবস ২০২৬-এর রেড কার্পেটে নজর কেড়েছেন। রেড কার্পেটে যেমন দম্পতি সেলিব্রিটি উপস্থিতিতে আলাদা হয়ে ছিলেন, তেমনি আফটার পার্টিতেও তাদের ফ্যাশন চয়েস সবার নজর কেড়েছে। পার্টি শেষে নিকের সঙ্গে কাটানো রোমান্টিক মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা, যা ফ্যান ও সহকর্মীদের মুগ্ধ করেছে।
সোমবার ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা পার্টির কয়েকটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে দেখা যায় তাকে আইভরি সাটিন কোরসেট গাউনে; দ্বিতীয় ছবিটি বিশেষ নজর কেড়ে নেয় প্রিয়াঙ্কা বিছানায় বসে প্রেমভরে নিককে দেখছেন যখন তিনি তাকে পিজ্জা খাইয়ে দিচ্ছেন। বাকি ছবিগুলোতে দম্পতি একে অপরের সঙ্গে রোমান্টিক সময় কাটাচ্ছেন।
প্রিয়াঙ্কার সহকর্মীদেরাও ছবিগুলো প্রশংসা করেছেন। দিয়া মির্জা লিখেছেন, ‘ও মাই গড, অসাধারণ।’ বিপাশা বসু হার্ট-আইস ইমোজি দিয়ে তাদের প্রশংসা জানান। ফ্যানদের মন্তব্যও ভরপুর, কেউ লিখেছেন, ‘তারা একে অপরের জন্যই তৈরি,’ আবার কেউ বলেছেন, ‘পিজ্জা আর মার্টিনি? দারুণ তোমরা দু’জন।’
প্রিয়াঙ্কা ও নিক ২০১৮ সালে আংটি বদলান এবং একই বছর একটি বড় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। খ্রিস্টান ও ভারতীয় উভয় রীতিনীতিই পালন করা হয়। ২০২২ সালে তারা কন্যা মালতী মেরি চোপড়া জোনাসকে সুরোগেসির মাধ্যমে জন্ম দেন।
অভিনয়ের ক্ষেত্রে প্রিয়াঙ্কা পরবর্তী সময়ে ‘দ্য ব্লাফ’ নামের অ্যাকশন থ্রিলারে দেখা যাবে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ২৫ ফেব্রুয়ারি ২০২৬-এ মুক্তি পাবে। এছাড়াও তার আরও একটি বড় প্রোজেক্ট ‘বারাণসি’ রয়েছে, যা এস.এস. রাজামৌলি পরিচালিত এবং মাহেশ বাবু প্রধান চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এমকে/টিএ