ঘুষ, অনিয়ম ও মানিলন্ডারিংয়ের অভিযোগে খাদ্য গুদাম, ভূমি অফিস, হাসপাতাল ও ব্যাংকে চারটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুদকের জেলা কার্যালয় থেকে অভিযানে খাদ্য গুদাম, ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বেসরকারি একটি ব্যাংকের নথি সংগ্রহ করেছে দুদকের টিমগুলো।
খাদ্য গুদামে অনিয়ম
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলএসডি খাদ্য গুদামে ঘুষের বিনিময়ে নিম্নমানের ধান ও চাল সংগ্রহের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে ২০২৫-২৬ অর্থবছরে সংগৃহীত চাল থেকে ১৪টি খামাল থেকে নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়। এছাড়া একটি গুদামে রেকর্ডবিহীন ৩ হাজার ৪৫০ কেজি চাল পাওয়া যায়, যার বিষয়ে কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। বিষয়টি বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমি অফিসে ঘুষ
মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারি ও ভূমি কর আদায়ে ঘুষ দাবি এবং সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নামজারির হালনাগাদ তথ্য ও পেন্ডিং তালিকা সংগ্রহ করে দুদক টিম।
স্বাস্থ্য কমপ্লেক্সে হয়রানি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদক টিম ছদ্মবেশে অভিযান চালায়। এ সময় হাসপাতালের সার্বিক পরিবেশ অস্বাস্থ্যকর, রোগীদের জন্য সরবরাহ করা খাবারের মান নিম্নমান বলে টিমের কাছে প্রতীয়মান হয়। এ অনিয়ম ও অসংগতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেবা দেওয়ার মানোন্নয়নে পরামর্শ দেয় দুদক টিম।
ন্যাশনাল ব্যাংকে মানিলন্ডারিং অভিযোগ
মুন্সিগঞ্জের টংগিবাড়ী শাখায় অস্বাভাবিক বৈদেশিক লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগে ন্যাশনাল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট হিসাব খোলার ফরম ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট সংগ্রহ করা হয়েছে।
দুদক জানায়, সংগৃহীত রেকর্ডপত্র ও পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনান্তে প্রতিটি অভিযানের বিষয়ে কমিশন বরাবর পৃথক বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
আরআই/ এসএন