সিলেটের জনসভার পর মৌলভীবাজারে দ্বিতীয় জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১টার দিকে তিনি সড়কপথে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরের আইনপুর মাঠে দ্বিতীয় জনসভায় যোগ দেবেন।
জনসভায় মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান।
তারেক রহমানের আগমন উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে এ উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং চারটি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের অংশগ্রহণে একটি যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জনসভাকে সফল করতে সবার মতামতের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, মঞ্চ নির্মাণ, মাইকিং ব্যবস্থা, প্যান্ডেল স্থাপন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা রক্ষাকারী দল গঠন, যানবাহন পার্কিং ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক সভা ও মাঠ পরিদর্শন এরই মধ্যে সম্পন্ন হয়েছে।
জনসভাকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর মৌলভীবাজারে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা অনুষ্ঠিত হতে যাওয়া নিয়ে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির নেতারা আশা করছেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে।
মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে মৌলভীবাজারে উনি আসছেন।
সিলেট বিভাগের তিনটি জায়গায় জনসভা করবেন তিনি। একটি সিলেট আলিয়া মাদরাসা মাঠে, আরেকটি আমাদের মৌলভীবাজার আইনপুর মাঠে, আরেকটি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের ভরাটকৃত স্থানে থানার অপজিটে বিশাল মাঠে। আমাদের জন্য এটা বিরাট সুযোগ, তাঁকে স্বাগত জানানোর। আগামী ২২ জানুয়ারি দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে ইনশাআল্লাহ তিনি আইনপুর মাঠে আসবেন।’
টিজে/এসএন