আগেভাগে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ফুটবল বিশ্বকাপের আইকনিক ট্রফিটি বাংলাদেশে আসছে আজ। ঢাকার হোটেল র্যাডিসনে ট্রফিটি প্রদর্শিত হবে। সাধারণ মানুষ তা দেখতে পাবে, সঙ্গে ছবিও তুলে নিতে পারবে। তবে একেবারে উন্মুক্তও নয় এই প্রদর্শনী।
মূলত ‘কোকা কোলা’ বিশ্বব্যাপী এই ট্রফি পরিভ্রমণের আয়োজনটা করে থাকে। তাদের ক্যাম্পেইনে বিজয়ী শপাঁচেক দর্শকই টিকিট দেখিয়ে সেই ট্রফি দেখার সুযোগ পাচ্ছে আজ।
বিশ্বকাপ ট্রফিটি ঢাকায় নিয়ে আসবেন ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী জিলবার্তো সিলভা। হোটেল র্যাডিসনে ট্রফি প্রদর্শনীর এই আয়োজনে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।
এরই মধ্যে ট্রফি ট্যুরের প্রচারণায়ও অংশ নিয়েছেন তাঁরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে বিশ্বকাপ ট্রফির এই পরিভ্রমণ শুরু হয়েছে। ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো যার উদ্বোধন করেছেন। রিয়াদ থেকে কায়রো, ইস্তাম্বুল, ভিয়েনা, দিল্লি, গুয়াহাটি হয়ে ট্রফি আসছে ঢাকায়।
ভারতে তিন দিনের সফরে জিলবার্তো সিলভাই সঙ্গী ছিলেন। সেলেসাওদের সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডারই আসছেন ঢাকায়।
বাংলাদেশে ট্রফি থাকবে আজ এক দিনই। সকালে পৌঁছবে ট্রফি। দুপুর থেকে প্রদর্শনী র্যাডিসনে।
এর আগে ট্রফি ট্যুর উপলক্ষে কনসার্টেরও আয়োজন ছিল। এবার অবশ্য তেমন কিছু থাকছে না। ঢাকা থেকে ট্রফি যাবে দক্ষিণ কোরিয়ার সিউলে, সেখানে দুদিন থাকবে তা। এবার মোট ৩০টি দেশে পরিভ্রমণ করবে এই ট্রফি।
টিজে/এসএন