ইরান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ইরানে দীর্ঘদিন ধরে টিকে থাকা বর্তমান শাসনব্যবস্থা বহু মানুষের প্রাণহানির জন্য দায়ী। এই শাসন ব্যবস্থা ‘পরিবর্তন প্রয়োজন’।
জেলেনস্কি বলেন, আমরা ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করি। যে শাসনব্যবস্থা এত বছর ধরে টিকে আছে এবং এত মানুষের জীবন কেড়ে নিয়েছে, তাদের আর টিকে থাকার অধিকার নেই। তিনি আরও বলেন, ইরানে বাস্তব পরিবর্তন এখন সময়ের দাবি।
ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানে বিক্ষোভ দমনে কঠোর অভিযানের প্রতিবাদে ইউরোপের একাধিক দেশ তেহরানের রাষ্ট্রদূতদের তলব করেছে। এসব দেশ ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী দমন-পীড়নের প্রতিবাদ জানাচ্ছে।
এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র ও ইউক্রেনের প্রতিপক্ষ রাশিয়া ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছে। মস্কো এটাকে ‘ধ্বংসাত্মক বহিরাগত হস্তক্ষেপ’ বলে উল্লেখ করেছে।
অন্যদিকে, ইরানের বিক্ষোভ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেন, ইরানের পরিস্থিতিতে ইসরায়েলকে সক্রিয় হতে হবে, তবে তা হতে হবে কৌশলী উপায়ে। গ্যালান্টের ভাষায়, ‘ জনগণ যখন মাঠে তখন আমাদের পেছনে থেকে কাজ পরিচালনা করতে হবে; ‘অদৃশ্য হাতের’ মাধ্যমে’।
তিনি আরও বলেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন প্রয়োজন। আমাদের কৌশলগত ধৈর্য ধরতে হবে। কিন্তু প্রয়োজনের সময় সক্রিয় হতে হবে।
ইউটি/টিএ